স্নাতক স্তরে ডাক্তারির কোর্সে ভরতি হওয়ার জন্য অনুষ্ঠিত নিট পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ২০২৩ সালে যারা এই পরীক্ষায় বসেছিলেন তারা নিট-এর অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে দেখতে পারেন এই উত্তরপত্র বা 'অ্যান্সার কি'। নিট ইউজি-র উত্তরপত্র ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
NEET UG ২০২৩-র উত্তরপত্র কীভাবে ডাউনলোড করবেন? প্রথমেই NTA NEET-এর অফিসিয়াল সাইট neet.nta.nic.in-এ যান। এরপর হোম পেজেই NEET UG-র উত্তরপত্র ডাউনলোড করার লিঙ্ক থাকবে। সেখানে ক্লিক করুন। এরপর লগইন করার জন্য যাবতীয় তথ্য দিন এবং সাবমিটে ক্লিক করুন। এরপরই আপনার উত্তরপত্র স্ক্রিনে ফুটে উঠবে। উত্তর 'কি' চেক করুন এবং তা ডাউনলোড করুন। পরবর্তী সময়ের প্রয়োজনের জন্য এর একটি হার্ড কপি প্রিন্ট আউট করিয়ে রাখতে পারেন।
এদিকে পরীক্ষার্থীরা আগামী ৬ জুন পর্যন্ত প্রোভিশনাল উত্তরপত্রের কোনও জবাবে আপত্তি জানাতে পারেন। প্রতিটি উত্তরকে চ্যালেঞ্জ করার জন্য ২০০ টাকা প্রসেসিং ফি দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং এবং পেটিএম-এর মাধ্যমে এই প্রসেসিং ফি দেওয়া যাবে। আরও বিশদ তথ্যের জন্য নিট-এর অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যান।
এদিকে এবছর ইংরেজি ভাষার পাশাপাশি এই পরীক্ষা নেওয়া হয় ১৩টি ভাষায়। যাঁরা হিন্দিতে পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের ইংরেজি এবং হিন্দি উভয় ভাষাতেই প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। এছাড়াও অন্যান্য আঞ্চলিক ভাষাতে যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরাও ইংরেজি ভাষার সঙ্গে ওই সংশ্লিষ্ট ভাষার প্রশ্নপত্র পেয়েছিলেন। যে রাজ্যের যে আঞ্চলিক ভাষা, সেই রাজ্যের কেন্দ্রেই পরীক্ষা অনুষ্ঠিত হয়। যেমন বাংলায় যাঁরা পরীক্ষা দিয়েছিলেন, তাঁদের পরীক্ষাকেন্দ্র পড়ে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে।