বাংলা নিউজ > কর্মখালি > NEET UG Counselling 2024: নিটে দ্বিতীয় দফায় নতুন ৬০০ আসন, প্রচুর ভার্চুয়াল শূন্যপদ, বাংলার মেডিক্যাল কলেজেও সুযোগ

NEET UG Counselling 2024: নিটে দ্বিতীয় দফায় নতুন ৬০০ আসন, প্রচুর ভার্চুয়াল শূন্যপদ, বাংলার মেডিক্যাল কলেজেও সুযোগ

নিটে দ্বিতীয় দফায় নতুন ৬০০ আসন, প্রচুর ভার্চুয়াল শূন্যপদ, বাংলার মেডিক্যাল কলেজেও সুযোগ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

NEET UG Counselling 2024: দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিংয়ের জন্য মেডিকেল প্রতিষ্ঠানগুলিতে ৬০০ টিরও বেশি নতুন আসন এবং ৬০০০ ভার্চুয়াল আসন যুক্ত হয়েছে। 

NEW DELHI :

মেডিকেল কাউন্সেলিং কমিটি, এমসিসি, NEET UG কাউন্সেলিং ২০২৪ এর দ্বিতীয় রাউন্ডে ৬১৪ টি নতুন আসন যুক্ত করেছে। সূত্রের খবর এমনটাই। এই আসনগুলি অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র এবং তেলেঙ্গানার মেডিকেল কলেজগুলিতে যুক্ত করা হয়েছে। নতুন যুক্ত হওয়া আসনগুলির তালিকা এমসিসির অফিসিয়াল ওয়েবসাইটে mcc.nic.in দেখতে পাওয়া যাচ্ছে।

সরকারি তালিকা অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের পাঁচটি মেডিকেল কলেজে সাতটি, মহারাষ্ট্রের চারটি কলেজে সাতটি এবং তেলেঙ্গানার আটটি কলেজে ৬০০টি নতুন আসন তৈরি হয়েছে বলে খবর মিলেছে।

তেলেঙ্গানায় অর্ধেক আসন শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে।

এদিকে, এমবিবিএস/বিডিএস/বিএসসি নার্সিংয়ে দ্বিতীয় রাউন্ডে ভর্তির জন্য ৬৯৪৭টি ভার্চুয়াল শূন্যপদের তালিকা প্রকাশ করেছে এমসিসি।

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, চণ্ডীগড়, ছত্তিশগড়, দাদরা ও নগর হাভেলি, দিল্লি (এনসিটি), গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, পুদুচেরি, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এই সমস্ত রাজ্য়ের মেডিক্যাল কলেজগুলিতে ভার্চুয়াল আসন অন্তর্ভুক্ত করা হয়েছে। 

গত ৭ সেপ্টেম্বর নতুন নোটিশে এমসিসি জানিয়েছে, ইউজিসি অন্তত চারটি প্রতিষ্ঠানকে ডিমড টু বি ইউনিভার্সিটির মর্যাদা দিয়েছে বলে তারা তথ্য পেয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডিজিএইচএসের মেডিকেল কাউন্সেলিং কমিটি (এমসিসি) তথ্য পেয়েছে যে নিম্নলিখিত বিশ্ববিদ্যালয়গুলিকে ইউজিসি দ্বারা ডিমড টু বি ইউনিভার্সিটির মর্যাদা দেওয়া হয়েছে। অতএব, দার-উস-স্ল্যাম এডুকেশনাল ট্রাস্ট এবং অন্যান্যগুলিতে ডব্লিউপি (সি) নং 267/2017 এ ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। বনাম মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং অন্যান্য’, প্রার্থীদের বৃহত্তর স্বার্থে ইউজি কাউন্সেলিং ২০২৪-এর রাউন্ড -২ এর জন্য নিম্নলিখিত কলেজগুলির আসনগুলি আসন ম্যাট্রিক্সে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

ইনস্টিটিউট এবং আসনের যে ভাগ তা নীচে দেওয়া হল:

  • মাল্লা রেড্ডি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, হায়দরাবাদ (এমবিবিএস: ২০০ আসন)
  • মল্লা রেড্ডি মেডিকেল কলেজ ফর উইমেন, হায়দ্রাবাদ (এমবিবিএস: ২০০ আসন)
  • মাল্লা রেড্ডি ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস, হায়দ্রাবাদ (বিডিএস: ১০০ আসন)
  • মহিলাদের জন্য মল্লা রেড্ডি ডেন্টাল কলেজ, হায়দ্রাবাদ (বিডিএস: ১০০ আসন।
  • তবে দ্বিতীয় রাউন্ডে এবার আরও ৬১৪টি আসন সংযুক্ত করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এতে বহু সংখ্যক মেডিক্যাল পড়তে ইচ্ছুকদের অনেকটাই সুবিধা হবে। সেদিকেই তাকিয়ে রয়েছে অনেকে। 

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

‘ও বাঁচল না মরল, তাতে আমাদের কিছু যায় আসে না’ IND vs AUS Women's T20 WC Live: টস হারলেন হরমনপ্রীত, অজিদের নেতৃত্বে ম্যাকগ্রা সূর্যের শুক্রর ঘরে গমনে ৫ রাশির জীবন হবে রোমান্টিক, দেখুন সাপ্তাহিক প্রেম রাশিফল বাউচারে আস্থা হারাল মুম্বই ইন্ডিয়ান্স, IPL 2025-এর আগে চেনা কোচকে দায়িত্ব দিল MI ‘সইফ তো আমার বন্ধু!...’ বোনের প্রেমের কথা শুনে কী প্রতিক্রিয়া ছিল দিদি করিশ্মার? বিশ্বের সেরা ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ২২, বাংলাদেশের একটিও নেই পাকিস্তানে ফের শিয়া-সুন্নি সংঘাত, প্রাণ গেল দু'পক্ষের ১৬ জনের বাংলাদেশে খেলেই ‘সর্বকালের সেরা’ শাকিবকে অবসর নিতে পারবেন! সবুজ সংকেত সরকারের ১০দফা দাবিতে ডাক্তারদের অনশন, সেগুলো কী কী? ফেসবুকের পাতায় তুলে ধরলেন সুদীপ্তা ১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.