বাংলা নিউজ > কর্মখালি > NEET UG: নিট রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন ভুল তথ্য? সংশোধন করুন আজই, রইল লিঙ্ক

NEET UG: নিট রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন ভুল তথ্য? সংশোধন করুন আজই, রইল লিঙ্ক

নিট রেজিস্ট্রেশনের সময় ভুল তথ্য? সংশোধন করুন আজই, রইল লিঙ্ক

NEET UG: ১৭ জুলাই (রবিবার) NEET UG প্রবেশিকা পরীক্ষা হবে। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। এই পরীক্ষা ১৩ টি ভাষায় হবে। ভারতের প্রায় ৫৪৩ টি শহর এবং ভারতের বাইরে ১৪ টি শহরে এই পরীক্ষা হবে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে NEET UG-র অনলাইন আবেদন ফর্মের সংশোধন উইন্ডো খুলে দিয়েছে। প্রার্থীরা তাদের আবেদনপত্রের ভুল ২৭ মে রাত ন’টা পর্যন্ত সংশোধন করতে পারবেন। লিঙ্ক এখানে

অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রয়োজনে অতিরিক্ত ফি প্রদানের পরেই চূড়ান্ত সংশোধন প্রযোজ্য হবে। লিঙ্গ, বিভাগ বা PwD পরিবর্তনের ক্ষেত্রে, যদি ফি পরিমাণের উপর প্রভাব পড়ে তবে প্রার্থীকে প্রযোজ্য হিসাবে অতিরিক্ত ফি দিতে হবে। তবে আগে যদি ভুল করে অতিরিক্ত পেমেন্ট করা হয়ে থাকে, তাহলে তা ফেরত দেওয়া হবে না।

কীভাবে সংশোধন করবেন?

প্রথম ধাপ: NTA NEET-এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন - neet.nta.nic.in

দ্বিতীয় ধাপ: লিঙ্কটিতে ক্লিক করুন - 'সংশোধন নিবন্ধন ফর্ম' (Correction Registration Form)

তৃতীয় ধাপ: পরীক্ষার্থী সাইন ইন পেজে পুনঃনির্দেশিত (পেজ রিডিরেক্ট হবে) হবেন

চতুর্থ ধাপ: আপনার অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, নিরাপত্তা পিন লিখুন এবং ‘সাইন ইন’-এ ক্লিক করুন

পঞ্চম ধাপ: আপনার NEET UG-র আবেদনপত্রটি স্ক্রিনে ভেসে উঠবে

ষষ্ঠ ধাপ: প্রয়োজন অনুযায়ী সংশোধন করুন এবং ফর্ম জমা দিন

সপ্তম ধাপ: আরও রেফারেন্সের জন্য সংশোধিত আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিন।

উল্লেখ্য, নোটিশ অনুযায়ী, ১৭ জুলাই (রবিবার) NEET UG প্রবেশিকা পরীক্ষা হবে। পরীক্ষার সময় ২০০ মিনিট (তিন ঘণ্টা ২০ মিনিট)। দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। এই পরীক্ষা ১৩ টি ভাষায় হবে (ইংরেজি, ইংরেজি, অসমিয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলুগু এবং উর্দু)। ভারতের প্রায় ৫৪৩ টি শহর এবং ভারতের বাইরে ১৪ টি শহরে এই পরীক্ষা হবে।

বন্ধ করুন