বাংলা নিউজ > কর্মখালি > NEET UG Upper Age Limit: কত বয়স পর্যন্ত NEET UG পরীক্ষা দিতে পারবেন? বড় ঘোষণা করল কেন্দ্র

NEET UG Upper Age Limit: কত বয়স পর্যন্ত NEET UG পরীক্ষা দিতে পারবেন? বড় ঘোষণা করল কেন্দ্র

তুলে দেওয়া হল নিট স্নাতক দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

বড় খবর।

তুলে দেওয়া হল সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা (নিট স্নাতক) দেওয়ার সর্বোচ্চ বয়সসীমা। অর্থাৎ যে কোনও বয়সেই নিট (স্নাতক) দিতে পারবেন আবেদনকারীরা। বয়সের জন্য পরীক্ষায় বসতে কোনও সমস্যা হবে না।

বুধবার জাতীয় মেডিকেল কমিশনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গত ২১ অক্টোবর কমিশনের চতুর্থ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নিট (স্নাতক) দেওয়ার জন্য বয়সের ক্ষেত্রে কোনও সর্বোচ্চসীমা থাকা উচিত নয়। সেইমতো কমিশনের চেয়ারপার্সনের সিদ্ধান্ত মেনে নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে। যে নিয়ম নিয়ে অতীতে একাধিকবার আদালতে আলোচনা হয়েছে। 

নয়া নিয়মের ফলে কী সুবিধা হবে?

জাতীয় মেডিকেল কমিশনের নয়া নিয়মের ফলে যে কোনও বয়সেই নিট (স্নাতক) দেওয়া যাবে। বয়স কোনও বাধা হয়ে দাঁড়াবে না। 'হিন্দুস্তান টাইমস' গ্রুপের 'লাইভ মিন্ট'-এ এক আধিকারিক জানিয়েছেন, এবার থেকে যতবার ইচ্ছা, ততবারই সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা দিতে পারবেন আবেদনকারীরা। অন্য কোনও কোর্সে ভরতি হওয়ার পরও দিতে পারবেন নিটের পরীক্ষা। 

এমনিতে প্রতি বছর MBBS, BDS, BAMS, BSMS, BUMS ও BHMS কোর্সের ভরতির জন্য নিট হয়। সেই পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই পরীক্ষার ভিত্তিতে ভারতের বিভিন্ন সরকার এবং বেসরকারি কলেজে মেডিকেল স্নাতক কোর্সে ভরতি হন পড়ুয়ারা। গত মাসেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছিল, কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে যে সরকারি মেডিকেল কলেজ আছে, সেখানকার স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যে কোর্স ফি, সেই একই ফি বেসরকারি মেডিকেল কলেজর ৫০ শতাংশ আসনে নিতে হবে। যাঁরা সরকারের কোটার আসন বেছে নিয়েছেন, তাঁরা প্রথমে সেই ফি কাঠামোর সুয়োগ পাবেন। যদি সরকারের কোটার আসন সংখ্যা যদি ৫০ শতাংশমের কম হয়, তাহলে পুরোপুরি মেধার ভিত্তিতে বাকি প্রার্থীদের সেই সুযোগ দেওয়া হবে।

কর্মখালি খবর

Latest News

ফের খলনায়ক হচ্ছেন 'আব্রার'! যশরাজ স্পাইভার্সে আলিয়ার প্রতিপক্ষ ববি? হঠাৎ আসবে টাকা, চাকরি, ব্যবসায় উন্নতি! কুম্ভ সহ বহু রাশি লাকি মঙ্গল বুধ যুতিতে নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.