বাংলা নিউজ > কর্মখালি > NEET-PG 2024 Exam postponed: NEET-PG পিছিয়ে গেল! রবিতে পরীক্ষা ছিল, শনিতে রাত ১০ টায় হল ঘোষণা, কবে হবে ফের?

NEET-PG 2024 Exam postponed: NEET-PG পিছিয়ে গেল! রবিতে পরীক্ষা ছিল, শনিতে রাত ১০ টায় হল ঘোষণা, কবে হবে ফের?

NEET-PG পরীক্ষা পিছিয়ে দিল কেন্দ্রীয় সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস)

NEET-PG 2024 Exam postponed: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-PG) পিছিয়ে দেওয়া হল। যদিও ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সেই পরীক্ষা নেয় না। নিট-পিজি আয়োজন করে ‘ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস’ (NBEMS)।

রবিবার পরীক্ষা। আর শনিবার রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হল যে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-PG) পিছিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি NEET-UG এবং UGC-NET পরীক্ষায় যে ঘটনা ঘটেছে, সেটার প্রেক্ষিতেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা বলতেও কোনওরকম কুণ্ঠাবোধ করেনি শিক্ষা মন্ত্রক। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। কোনওরকম তাড়াহুড়ো করা হচ্ছে না। NEET-PG পরীক্ষার পুরো পদ্ধতি খতিয়ে পর্যালোচনা করা হবে। তারপর NEET-PG পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে বলে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।

স্নাতকের ঝড়ে যেন বেহাল না হয় স্নাতকোত্তরের প্রবেশিকা

NEET-UG পরীক্ষার মতো অবশ্য NEET-PG পরীক্ষা নেয় না ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই পরীক্ষা নেয় ‘ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস’ (NBEMS)। কিন্তু স্নাতক স্তরের পরীক্ষার ঝড়ের মধ্যেই স্নাতকোত্তরের মেডিক্যাল প্রবেশিকাও যাতে টলমল না করে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে NEET-PG পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: NEET PG 2024 Exam Date: জুলাইয়ে হবে মেডিক্যালের NEET PG, কোন তারিখে? কতদিনের মধ্যে কাউন্সেলিং? বলল NBEMS

কবে NEET-PG পরীক্ষা হবে?

NEET-PG পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে আপাতত শিক্ষা মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। ঘোষণা করা হয়নি নয়া কোনও দিনক্ষণ। শিক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব এই পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে। পড়ুয়াদের যে অসুবিধা হল, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে।’

আরও পড়ুন: Modi govt on NEET and NET Paper Leak: NEET ও NET নিয়ে মুখ বাঁচাতে ভরসা ISRO-র প্রাক্তনী! দিল স্বচ্ছ পরীক্ষার আশ্বাস

বাতিল দুটি পরীক্ষা আয়োজন করে NTA

এমনিতে যে দুটি (NEET-UG এবং UGC-NET) প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে বিতর্ক হয়েছে, সেই দুটি পরীক্ষায় আয়োজন করে থাকে এনটিএ। প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষার একদিন পরেই UGC-NET বাতিল করে দেওয়া হয়। NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠলেও সেই প্রবেশিকা বাতিলের পথে হাঁটেনি কেন্দ্র। 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানদের যুক্তি, NEET-UG পরীক্ষায় বিচ্ছিন্নভাবে অভিযোগ উঠেছে। তবে শনিবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে এনটিএয়ের ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন কেন্দ্রীয় সচিব প্রদীপ সিং খারোলাকে নয়া পদে বসানো হয়েছে।

আরও পড়ুন: New Telecom Act: জিও কিংবা এয়ারটেল, প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারবে সরকার, আসছে নয়া আইন

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী আমানত থেকে উধাও টাকা, পলাতক অর্থ বিভাগের কর্মী কার্নিভালের মঞ্চে রচনা-জুন-নুসরতদের হাত ধরে নাচলেন মুখ্যমন্ত্রী, ছিলেন আর কারা? পুজোয় গতবারকে ছাপিয়ে গেল লোকালে ভিড়, রেকর্ড যাত্রী শিয়ালদা ও হাওড়া ডিভিশনে PAK vs ENG: বাবরের জায়গায় দলে, অভিষেকেই সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন কামরান গোলাম বাংলাদেশে পুজো মণ্ডপে ইসলামি গান, পুলিশ হেফাজতের আবেদন নাকচ আদালতের অতীতের জয় থেকে নিচ্ছেন অনুপ্রেরণা, নিলামে ছক্কা হাঁকাতে মরিয়া MI কোচ মাহেলা ‘ডাক্তারবাবু থানায় চলুন,’ অনশনের সমর্থনে ব্যাজ পরে মমতার কার্নিভালে, আটক চিকিৎসক ঝাড়খণ্ডে গদি কার দখলে যেতে পারে? কোন ইঙ্গিত কয়েক মাস আগের লোকসভা ভোটে? লোকসভার নিরিখে মহারাষ্ট্রে বিভানসভায় এগিয়ে কে? একনজরে চমকপ্রদ পরিসংখ্যান স্পিনারদের জালে বারবার ধরা পড়ছেন, ‘হোম’ সেন্টারে ঘুরে দাঁড়াতে মরিয়া বিরাট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.