রবিবার পরীক্ষা। আর শনিবার রাত ১০ টা নাগাদ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হল যে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (NEET-PG) পিছিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি NEET-UG এবং UGC-NET পরীক্ষায় যে ঘটনা ঘটেছে, সেটার প্রেক্ষিতেই যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা বলতেও কোনওরকম কুণ্ঠাবোধ করেনি শিক্ষা মন্ত্রক। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'সতর্কতামূলক ব্যবস্থা' হিসেবে পরীক্ষা পিছিয়ে দেওয়া হল। কোনওরকম তাড়াহুড়ো করা হচ্ছে না। NEET-PG পরীক্ষার পুরো পদ্ধতি খতিয়ে পর্যালোচনা করা হবে। তারপর NEET-PG পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে বলে শিক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে।
স্নাতকের ঝড়ে যেন বেহাল না হয় স্নাতকোত্তরের প্রবেশিকা
NEET-UG পরীক্ষার মতো অবশ্য NEET-PG পরীক্ষা নেয় না ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেই পরীক্ষা নেয় ‘ন্যাশনাল বোর্ড এফ এক্সামিনেশনস ইন মেডিক্যাল সায়েন্সস’ (NBEMS)। কিন্তু স্নাতক স্তরের পরীক্ষার ঝড়ের মধ্যেই স্নাতকোত্তরের মেডিক্যাল প্রবেশিকাও যাতে টলমল না করে, সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে NEET-PG পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।
কবে NEET-PG পরীক্ষা হবে?
NEET-PG পরীক্ষা কবে নেওয়া হবে, সে বিষয়ে আপাতত শিক্ষা মন্ত্রকের তরফে কিছু জানানো হয়নি। ঘোষণা করা হয়নি নয়া কোনও দিনক্ষণ। শিক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘যত দ্রুত সম্ভব এই পরীক্ষার নয়া দিনক্ষণ ঘোষণা করা হবে। পড়ুয়াদের যে অসুবিধা হল, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পড়ুয়াদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকে।’
বাতিল দুটি পরীক্ষা আয়োজন করে NTA
এমনিতে যে দুটি (NEET-UG এবং UGC-NET) প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে বিতর্ক হয়েছে, সেই দুটি পরীক্ষায় আয়োজন করে থাকে এনটিএ। প্রশ্নপত্র ফাঁসের জেরে পরীক্ষার একদিন পরেই UGC-NET বাতিল করে দেওয়া হয়। NEET-UG পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ উঠলেও সেই প্রবেশিকা বাতিলের পথে হাঁটেনি কেন্দ্র।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানদের যুক্তি, NEET-UG পরীক্ষায় বিচ্ছিন্নভাবে অভিযোগ উঠেছে। তবে শনিবার রাতেই বিজ্ঞপ্তি জারি করে এনটিএয়ের ডিরেক্টর জেনারেল সুবোধ কুমারকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাক্তন কেন্দ্রীয় সচিব প্রদীপ সিং খারোলাকে নয়া পদে বসানো হয়েছে।
আরও পড়ুন: New Telecom Act: জিও কিংবা এয়ারটেল, প্রয়োজনে নিয়ন্ত্রণ করতে পারবে সরকার, আসছে নয়া আইন