সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (NEET-UG) পরীক্ষার সংশোধিত রেজাল্ট প্রকাশিত হল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটার ভিত্তিতেই সংশোধিত রেজাল্ট প্রকাশ করেছে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সেইসঙ্গে সংশোধিত মেধাতালিকাও প্রকাশ করা হয়েছে। আর সেই সংশোধিত ফলাফল দেখা যাচ্ছে এনটিএয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তবে মেধাতালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি।
কীভাবে NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখতে হবে?
১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকেই 'LATEST NEWS' আছে। তার মধ্যে আছে 'Click Here for Revised Score Card'। তাতে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে 'NEET 2024 Revised Score Card Link'। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।
৪) সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।
NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট - ক্লিক করুন এখানে
সংশোধিত রেজাল্টের প্রভাব কতজন প্রার্থীর উপরে পড়বে?
রিপোর্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এনটিএয়ের তরফে যে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় চার লাখ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে। এমন ৪৪ জন পড়ুয়ার উপরও প্রভাব পড়বে, যাঁরা ৭২০ নম্বরের মধ্যে ৭২০ নম্বরই পেয়েছিলেন। ফিজিক্সের প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে ভুল উত্তর দিলেও ওই ৪৪ জন প্রার্থীকে গ্রেস নম্বর দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ইউপিএসসির আদলে হবে WBCS Executive পরীক্ষার প্রশ্ন, সিলেবাসেও বদল, অনুমোদন রাজ্যের
সুপ্রিম কোর্ট কেন সেই নির্দেশ দিয়েছিল?
নিটের প্রশ্নপত্রে থাকা একটি প্রশ্ন নিয়ে আইআইটির তিনজন বিশেষজ্ঞের রিপোর্ট জমা দেওয়ার পরে সেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সোমবার নিট মামলার শুনানির সময় প্রশ্ন নিয়ে সেই অসঙ্গতির বিষয়টি তুলে ধরেছিলেন এক পিটিশনার। তিনি দাবি করেন, যাঁরা দুটির মধ্যে একটি সঠিক উত্তর দিয়েছেন, তাঁদের চার নম্বর দেওয়া হয়েছে। আর সেটার প্রভাব পড়েছে ফাইনাল মেরিট লিস্টে (মেধাতালিকা)।
সেই আবেদনের প্রেক্ষিতেই বিষয়টি নিয়ে আইআইটি দিল্লিকে পরামর্শ প্রদানের নির্দেশ দেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। শীর্ষ আদালত বলেছিল যে ‘ফিজিক্সে অ্যাটমিক থিওরি নিয়ে একটি প্রশ্নের প্রেক্ষিতে দুটি অপশনের ক্ষেত্রেই নম্বর দেওয়া যাবে না। একটি প্রশ্নের একটি অপশনের জন্য উত্তর দিতে হবে। সেটা হল চতুর্থ অপশন।’