আর কলেজ বাঙ্ক করতে পারবেন না পড়ুয়ারা। নতুন নিয়ম চালু করেছে কলেজ কর্তৃপক্ষ। স্কুলের নিয়ম জারি করা হয়েছে কলেজেও। স্কুলের আদলে এখন কলেজগুলোতেও শিক্ষার্থীদের দুর্বলতা প্রসঙ্গে নিয়মিত তথ্য জানানো হবে অভিভাবকদের। প্রতি মাসে দু'বার করে অভিভাবক শিক্ষক সভা করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চশিক্ষা অধিদফতর। দফতরের নতুন নিয়মে, কলেজ থেকে শিক্ষার্থীরা বাঙ্ক করতে গিয়ে রীতিমত চাপে পড়বে। কারণ অ্যাপের মাধ্যমে প্রতিদিন অভিভাবকদের কাছে পড়ুয়াদের রিপোর্ট পাঠানো হবে।
রিপোর্টে কী কী জানানো হবে অভিভাবকদের
নিয়মিত রিপোর্ট দিয়ে, অভিভাবকদের জানানো হবে যে তাঁদের সন্তান কত দিন কলেজে এসেছেন। কোন কোন ক্ষেত্রে তিনি ভালো ফল করেছেন এবং কোথায় তাঁর আরও উন্নতির সুযোগ রয়েছে। এ জন্য প্রতি ১৫ দিন অন্তর সভা করার পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি কলেজের পক্ষ থেকে একটি মোবাইল অ্যাপও তৈরি করা হবে বলে জানানো হয়েছে, যেখানে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
আরও পড়ুন: (New Job in TCS: চলতি বছরে ৪০,০০০ ফ্রেশার নিয়োগ করবে টিসিএস, প্রচুর চাকরি আইটি সেক্টরে)
প্রকৃতপক্ষে, কলেজে পড়াশোনা করতে আসা পড়ুয়াদের বেশিরভাগ অভিভাবকই জানেন না যে তাঁদের সন্তানের পড়াশোনায় আদতে কী অবস্থা। তাই এবার থেকে কলেজের অধ্যক্ষের অগ্রাধিকার হবে সবাইকে সঙ্গে নিয়ে চলা, পড়ুয়াদের দিয়ে নিয়মিত ক্লাস করানো এবং তাদের অবশ্যই শৃঙ্খলাবদ্ধ রাখা। একই সঙ্গে এই নীতির অধীনে শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য মোটিভেশনাল কোর্সও শেখানো হবে। শিক্ষার কেন্দ্র যেন রাজনীতির আখড়ায় পরিণত না হয়, সেদিকেও খেয়াল রাখা হবে।
হরিয়ানা রাজ্যের কলেজ পড়ুয়াদের জন্য চালু করা হয়েছে এই নিয়ম
উল্লেখ্য, আপাতত এই নিয়ম চালু করা হয়েছে বিজেপি শাসিত হরিয়ানা কলেজগুলিতে। স্কুলের মতো খাটবে একই নিয়ম। হরিয়ানা স্কুল শিক্ষা বিভাগ, সন্তানদের শেখার অগ্রগতি মূল্যায়ন করার দায়িত্ব অভিভাবকদের উপর রেখেছে। অভিভাবকদের নিজেদের সন্তানদের শিক্ষার মেন্টরিং, পর্যবেক্ষণ এবং মূল্যায়নে জড়িত এবং জড়িত করার একটি উদ্ভাবনী ক্ষেত্রে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাস ১ থেকে ক্লাস ৫ এর ছাত্ররা এই অভিনব উদ্যোগের আওতায় আসবে।