বাংলা নিউজ > কর্মখালি > Nike New CEO: ইন্টার্নশিপের জন্য অনুনয় করেছিলেন একসময়, সেই নাইকির CEO হতে চলেছেন হিল

Nike New CEO: ইন্টার্নশিপের জন্য অনুনয় করেছিলেন একসময়, সেই নাইকির CEO হতে চলেছেন হিল

আজ সেই নাইকির CEO হতে চলেছেন এলিয়ট হিল (@JoePompliano/X)

Nike New CEO: এলিয়ট হিল ১৪ অক্টোবর নাইকের নতুন সিইও হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।

ছয় মাস ধরে ঘুরেছেন একটা ইন্টার্নশিপের সুযোগের জন্য। রীতিমত অনুনয়-বিনয় করতে হয়েছিল কোম্পানির কাছে। ১৯৮৮ সালে সেই স্ট্রাগলের অভিজ্ঞতা আজও স্মৃতিতে গাঁথা এলিয়ট হিলের।

নাইকি, স্নিকার এবং স্পোর্টসওয়্যার ব্র্যান্ডের আন্তর্জাতিক সংস্থা। এই কোম্পানিতেই ২০২৪ সালের অক্টোবর মাসে, সিইও হিসাবে কোম্পানির দায়িত্ব গ্রহণ করতে চলেছেন হিল। ১৯৮৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নাইকিতে, ইন্টার্ন থেকে সিইও হওয়ার জন্য হিলের যাত্রা খুব একটা মসৃণ ছিল না। সেই গল্পই এদিন লিঙ্কদিন-এ শেয়ার করা হয়েছে।

আরও পড়ুন: (Educated Indians in America: আমেরিকায় ভারতীয়দের ব্যাপক আধিপত্য, শিক্ষিত অভিবাসীর সংখ্যা ২০ লক্ষ)

চাকরি পাওয়ার জন্য ছয় মাস চেষ্টা করার পর, ১৯৮৮ সালে তিনি 'ইন্টার্ন, অ্যাপারেল সেলস রিপ্রেজেন্টেটিভ' হিসাবে কাজ শুরু করেন হিল। হিল ওহিও ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস। তিনি সেই সময় নাইকির একজন প্রতিনিধিকে বলেছিলেন, 'আমি ছাড়া আমার ক্লাসের প্রত্যেকেরই চাকরি আছে।' এরপরেই নাইকির এক প্রতিনিধি তাঁকে কাজ দিতে বাধ্য হন।

ইন্টার্ন হিসাবে দুই বছর কাজ করার পর, তিনি সেলসে চলে যান। কাজে নিজের প্রতিভা দেখাতে শুরু করেন। দশ বছর পরে, ১৯৯৮ সালের মধ্যে, তিনি টিম স্পোর্টস বিভাগের ডিরেক্টর হয়ে যান। নাইকিতে তার ত্রিশ বছরেরও বেশি কর্মজীবনে, তিনি বেশ কয়েকটি বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করেন। এরপর ২০১৩ সালে জিওগ্রাফিজ ও সেলসের প্রেসিডেন্ট পদে উন্নীত হন। এরপর, তিনি ২০২০ সালে কনজিউমার অ্যান্ড মার্কেটপ্লেসের প্রেসিডেন্ট পদে থাকাকালীন অবসর গ্রহণ করেন।

আরও পড়ুন: (Narayana Murthy: পুরো মেমোরি ডিলিট করে ফেলেছিলেন নারায়ণমূর্তি, কী বলেছিলেন বস?)

হিলের কথায়, নাইকি সর্বদাই আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাই কোম্পানিটি যাতে ভবিষ্যতে আরও উন্নতি করতে পারে, তা নিশ্চিত করতে চান তিনি। ৩২ বছর ধরে, ইন্ডাস্ট্রির সেরা ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি আরও বলেছেন, আমি বছরের পর বছর ধরে কাজ করেছি এমন অনেক কর্মচারী এবং পার্টনারদের সঙ্গে পুনরায় কাজ করার জন্য উন্মুখ হয়ে রয়েছি।

ফরচুন সূত্রে খবর, ২৭ মিলিয়ন মূল্যের বেতন প্যাকেজ দিয়ে এলিয়ট হিলকে কোম্পানিতে ফিরিয়ে আনছে নাইকি। এরই পাশাপাশি তিনি পারফরম্যান্সের উপর ভিত্তি করে নগদ এবং স্টকে ২০ মিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত উপার্জন করতে পারেন, এছাড়াও হিলের জন্য বরাদ্দ ইক্যুইটি ইনসেন্টিভও থাকবে।

এই মুহূর্তে নাইকি কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছে। অন এবং হোকার মতো নতুন প্রতিযোগীদের কাছে বাজারের শেয়ার হারাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে নাইকি যাতে, আবারও আগের জায়গায় ফিরে আসতে পারে, তার দায়িত্ব থাকবে হিলের উপর। ১৪ অক্টোবর জন ডোনাহোয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নাইকির নতুন সিইও হবেন এলিয়ট হিল।

Haryana and JNK Election Haryana and JNK Election
কর্মখালি খবর

Latest News

১০ ওভার বাকি থাকতে ১০ উইকেটে জয়, স্কটল্যান্ডকে ধ্বংস করে এক নম্বরে ইংল্যান্ড সোমেই নিম্নচাপ তৈরি হবে, বাড়বে শক্তি, লক্ষ্মীপুজোয় ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা? ‘‌সরকার আমাদের ধৈর্য্যের পরীক্ষা নিলে ভুল করবে’‌, সুর চড়ালেন কিঞ্জল–দেবাশিস প্রতিষেধকের আকাল, করাচিতে ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শিশুর মৃত্যু ছিঃ ছিঃ!দুর্গা প্রতিমাকে কেটে ভাসানো হল নদীতে,ভিডিয়ো দেখিয়ে মমতাকে তোপ শুভেন্দুর বিজয়ার পোস্টে মা ও দুর্গামাকে মিলিয়ে দিলেন স্বস্তিকা, শুভেচ্ছায় 'না' শ্রীলেখার গণহারে ছাঁটাই! পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ বাবর-শাহিন-নাসিম ৭ রাশির কর্মজীবনে আসবে দুর্দান্ত সাফল্য, দেখুন কী বলছে সাপ্তাহিক ট্যারো রাশিফল বিহারে দশমীর ভোরে গুলি, পুজো মণ্ডপের কাছেই রক্তাক্ত চার যুবক ‘মুখ্যমন্ত্রী তো উৎসবে! আমরা রান্না করিনি বাড়িতে,’ অরন্ধনে নির্যাতিতার পরিবার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.