দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সংশোধিত ডেটা শিট প্রকাশ করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুল (NIOS)।
আগামী ১৭ অগস্ট শুরু হচ্ছে NIOS পরীক্ষা। শেষ হবে ১৩ অগস্ট। রবিবার সেই পরীক্ষার সংশোধিত ডেটা শিট প্রকাশিত হয়েছে।
সংশোধিত ডেটা শিট অনুযায়ী, দ্বাদশ শ্রেণির পদার্থবিদ্যা, ইতিহাস, গ্রন্থাগার বিজ্ঞান, তথ্য বিজ্ঞান এবং সংস্কৃত ব্যাকরণের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। অন্য দিকে, ১৭ জুলাই তারিখেই দশম শ্রেণির হিন্দুস্তানি সংগীত পরীক্ষাও অনুষ্ঠিত হবে।
প্রতিদিন পরীক্ষা চলবে দুপুর ২.৩০ থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত।
এর আগে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা ২৪ মার্চ থেকে ২৪ এপ্রিলের মধ্যে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল NIOS। কিন্তু করোনা সংক্রমণের কারণে তা বাতিল হয়ে যায়।
এ দিন নিজের টুইটার হ্যান্ডেলে NIOS সংশোধিত ডেটা শিট প্রকাশ করেছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
পরীক্ষার পরিবর্তিত ডেটা শিট দেখা যাবে NIOS –এর নিজস্ব ওয়েবসাইটেও (nios.ac.in)। ওয়েবসাইটের হোম পেজে একজামিনেশন/রেজাস্ট ট্যাব ব্যবহার করে পাওয়া যাবে ডেটা শিট।