দেশের সেরা কলেজের তালিকায় আরও এগিয়ে গেল মেদিনীপুরের দুটি কলেজ। কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিংয়ে গতবারের পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় এবং মেদিনীপুর কলেজ। ২০২২ সালে যেখানে ৭৩ নম্বরে ছিল, এবার সেখানে ৬৪ নম্বরে উঠে এসেছে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। অন্যদিকে, ৯৭ নম্বর থেকে সোজা ৭৩ নম্বরে উঠে এসেছে মেদিনীপুর কলেজ। অথচ আশুতোষ কলেজ, বেহালা কলেজ, যোগমায়া কলেজের মতো প্রতিষ্ঠান। তবে দেশের সেরা একশোয় জায়গা করে নিয়েছে বেথুন কলেজ এবং স্কটিশ চার্চ কলেজ।
সোমবার ‘ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২৩’ (ন্যাশনাল ইন্ডিয়ান র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা NIRF 2023) প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। সেই তালিকা অনুযায়ী, দেশের সেরা একশোয় পশ্চিমবঙ্গের মোট আটটি কলেজ আছে (গতবার সাতটি ছিল)। পশ্চিমবঙ্গের মোট প্রথম স্থানে আছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। তারপর আছে যথাক্রমে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়) এবং রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর)।
জেভিয়ার্স এবং তিনটি রামকৃষ্ণ মিশনের পর পশ্চিমবঙ্গের সেরা কলেজ হয়েছে রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ (স্বশাসিত)। ৬৪ নম্বর স্থান অধিকার করেছে। গতবারের থেকে নয় ধাপ এগিয়ে আসায় স্বভাবতই বেড়েছে স্কোর। তবে খুব বেশি স্কোর বাড়েনি। গতবার যেখানে রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজের স্কোর ছিল ৫৪.১৮, এবার তা ৫৪.৬৪-তে ঠেকেছে।
তবে অনেকটা স্কোর বেড়েছে মেদিনীপুর কলেজের। ২০২২ সালে মেদিনীপুর কলেজের স্কোর ছিল ৫২.২৮, এবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৫৪.২। প্রায় দু'পয়েন্ট বৃদ্ধি পাওয়ায় একলাফে ২৬ ধাপ এগিয়ে এসেছে মেদিনীপুর কলেজ।
দেশের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কোন কোন কলেজ আছে?
৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা।
৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া), কলকাতা।
১৫) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), হাওড়া।
১৯) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), কলকাতা।
৬৪) রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর।
৭৩) মেদিনীপুর কলেজ, মেদিনীপুর।
৭৮) বেথুন কলেজ, কলকাতা।
১০০) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)