বাংলা নিউজ > কর্মখালি > NIRF Rankings 2020: দেশের সেরা একশোয় ঢুকল লেডি ব্রেবোর্ন, দাপট রামকৃষ্ণ মিশনের, রয়েছে বেথুন-লোরেটোও

NIRF Rankings 2020: দেশের সেরা একশোয় ঢুকল লেডি ব্রেবোর্ন, দাপট রামকৃষ্ণ মিশনের, রয়েছে বেথুন-লোরেটোও

রামকৃষ্ণ মিশন-লোরেটো-বেথুন-লেডি ব্রেবোর্ন কলেজ 

দেশের সেরা একশোর কলেজের তালিকায় রাজ্যের সাতটি প্রতিষ্ঠান ছিল। গতবার ছ'টি ছিল।

উচ্চশিক্ষার সর্বভারতীয় মানচিত্রে ক্রমশ নিজের জায়গা দৃঢ় করছে বাংলা। গতবার দেশের সেরা একশোর কলেজের তালিকায় রাজ্যের ছ'টি প্রতিষ্ঠান ছিল। এবার সেই তালিকায় যুক্ত ছিল আরও একটি প্রতিষ্ঠান - লেডি ব্রেবোর্ন কলেজ।

বৃহস্পতিবার ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২০’ (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ) প্রকাশ করেন কেন্দ্রীয় মানব সম্পদ ও উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশাঙ্ক’। দেশের সেরা কলেজের তালিকায় প্রথম একশোয় ঠাঁই পেয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ, রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়), রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া), রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর), লোরেটো, বেথুন এবং লেডি ব্রেবোর্ন কলেজ।

তার মধ্যে প্রথম দশে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। দুটি কলেজই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে। গত বছর দশম স্থানে ছিল সেন্ট জেভিয়ার্স। এবার তারা তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। জেভিয়ার্সের সঙ্গে ঠিক একসারিতে রয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়)। গতবারের তুলনায় সেই কলেজ র‌্যাঙ্কিংয়ে চার ধাপ উঠে এসেছে। 

তবে গতবার রাজ্যের প্রথম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ কলেজ (রহড়া) এবার সামান্য পিছিয়ে গিয়েছে। তিন ধাপ নেমে তাদের স্থান একাদশ। একইভাবে গতবারের থেকে পাঁচ ধাপ নেমে ২০ তম স্থানে রয়েছে রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ (নরেন্দ্রপুর)। প্রথম একশোয় থাকলেও বেথুন কলেজের র‌্যাঙ্কিং বেশ খানিকটা পড়েছে। গতবার তারা ৫০ তম স্থানে ছিল, এবার সেটাই ৮৮-তে গিয়ে ঠেকেছে। 

অন্যদিকে, লোরেটো কলেজ একধাপ এগিয়ে ৭৫ তম স্থানে উঠে এসেছে। আর এবার প্রথম একশোয় ঢুকে পড়েছে লেডি ব্রেবোর্ন কলেজ। তাদের স্থান ৯৪। এছাড়াও প্রথম দুশোয় রাজ্যের আরও দুটি কলেজ রয়েছে। গতবার সেই সংখ্যাটা শূন্য ছিল। ১০১-১৫০-মধ্যে স্কটিশ চার্চ কলেজ এবং ১৫১-২০০-র মধ্যে রয়েছে মেদিনীপুর কলেজ।

বন্ধ করুন