বাংলা নিউজ > কর্মখালি > Rail Jobs: লিখিত পরীক্ষা ছাড়াই ৫,৫০০ শূন্যপদে কাজের সুযোগ! মাধ্যমিক পাশেই আবেদন

Rail Jobs: লিখিত পরীক্ষা ছাড়াই ৫,৫০০ শূন্যপদে কাজের সুযোগ! মাধ্যমিক পাশেই আবেদন

ফাইল ছবি: পিটিআই (PTI)

উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর-সহ পাশ করতে হবে। তার পাশাপাশি লাগবে ভোকেশনাল ট্রেনিং। 

উত্তর-পূর্ব সীমান্ত রেলে(North East Frontier Railways) কাজের সুযোগ। শিক্ষানবিশ পদে আবেদনের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা rrcer.com-এ RRCER-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

বয়সসীমা

আবেদনকারীর বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।

আবেদনের তারিখ

রেজিস্ট্রেশন ১ জুন থেকে শুরু হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর-সহ পাশ করতে হবে। তার পাশাপাশি লাগবে বিশেষ প্রশিক্ষণও।NCVT/SCVT-র তালিকাভুক্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। অর্থাত্ ভোকেশনাল ট্রেনিং এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ।

মোট শূন্যপদ

নিয়োগের মাধ্যমে ৫,৫০০​​টি পদ পূরণ করা হবে।

আবেদনের মাধ্যম

আবেদনপত্র অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। আবেদন জমার অন্য কোনও পদ্ধতি গ্রহণ করা হবে না।

আবেদন ফি

আবেদন ফি জেনারেল পুরুষদের জন্য ১০০ টাকা। তবে, SC/ST/PWBD/মহিলা প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।

বন্ধ করুন