North-east Frontier Railway Recruitment: বিভিন্ন ডিভিশনে কর্মীর আকাল। একদিকে যেমন নেই পর্যাপ্ত কর্মী, অন্যদিকে অবসর নিচ্ছেন দক্ষ কর্মী ও আধিকারিকরা। যার জেরে বিভিন্ন ডিভিশন রেল ব্যবস্থাটাই চালানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় ফের অবসরপ্রাপ্ত কর্মীদেরই নিয়োগ করার কথা ভাবছে রেল। সম্প্রতি সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করেছে রেলবোর্ড। যারা রেল পরিষেবা থেকে অবসর নিয়েছেন, তাদের ফের নিয়োগ করতে চায় রেলবোর্ড। তবে এই নিয়োগ অস্থায়ী ভিত্তিতে করা হবে বলে জানানো হয়েছে।
সমস্যা ঠিক কোথায়
ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ জোন উত্তর পূর্ব সীমান্ত বা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন। মোট পাঁচটি ডিভিশন রয়েছে এই জোনটিতে। গত কয়েক বছর ধরে এই জোনে সেভাবে নিয়োগ হয়নি। অন্যদিকে অবসর নিয়েছে কয়েক হাজার কর্মী। যার ফলে রেল পরিষেবা সু্ষ্ঠুভাবে চালানো বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অতিরিক্ত চাপ বর্তমান কর্মীদের উপর
চাপ বাড়ছে যারা বর্তমানে রেল পরিষেবার সঙ্গে যুক্ত তাদের উপর। আট ঘন্টার বেশি সময় তাদের কাজ করতে হচ্ছে। নিজস্ব দায়িত্বের পাশাপাশি সামলাতে হচ্ছে বাড়তি দায়িত্বও। পরিস্থিতি সামাল দিতেই অবসরপ্রাপ্ত রেল আধিকারিকদের ফের নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার জোন।
নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক এখানে
কোন ডিভিশনে কত নিয়োগ
রেলের ননগেজেটেড পে লেভেলের প্রথম স্তর থেকে নবম স্তর পর্যন্ত কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য ৭ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে নির্দিষ্ট পোর্টালে গিয়ে। কোন ডিভিশনে কতগুলি শূন্য়পদে নিয়োগ হবে, তার একটি পরিসংখ্যানও প্রকাশ করা হয়েছে। এর মধ্যে তিনসুকিয়া ডিভিশনে ৭৭৮ জন, লামডিং ডিভিশনে ৬০৬ জন, রঙ্গিয়া ডিভিশনে ৬৫ জন, আলিপুরদুয়ার ডিভিশনে ৬৮জন, কাটিহার ডিভিশনে ৬ জন ও মালগাঁও ডিভিশনে ১০১ জন কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন - Lifestyle Tips: আপনার দরজায় কড়া নাড়বে সুখ, শত্রুহীন জীবনের ফর্মুলা জানাচ্ছেন বিশেষজ্ঞরা
কোন দফতরে কত পদে নিয়োগ
এছাড়াও, বিভিন্ন দফতরেও কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫৫৫টি পদ, সিগন্য়াল ও টেলিকম বিভাগে ৩৯৬টি, মেকানিকাল বিভাগে ২৭৮টি, অপারেটিং বিভাগে ১৯৮টি, নিউ বঙ্গাইগাও ওয়ার্কশপে ৯৭টি ও ডিব্রুগড় ওয়ার্কশপে ১৩৯টি পদে নিয়োগ হবে।
কী বলছেন রেল মুখপাত্র
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা সংবাদমাধ্যমকে বলেন, রেল পরিষেবার নিরাপত্তা ও গোটা ব্যবস্থা ঠিক রাখতে কর্মী নিয়োগ প্রয়োজন। সম্প্রতি একটি বড়সংখ্যক কর্মী অবসর নিয়েছেন রেল থেকে। তাই ঘাটতি মেটাতে একটি অবসরপ্রাপ্তদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে।