বাংলা নিউজ > কর্মখালি > NPCIL Recruitment 2021: একাধিক পদে চলছে আবেদন, দেখে নিন বিস্তারিত

NPCIL Recruitment 2021: একাধিক পদে চলছে আবেদন, দেখে নিন বিস্তারিত

একাধিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

আবেদনের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, লিডিং ফায়ারম্যান, ড্রাইভার-কাম-পাম্প অপারেটর, স্টেনোগ্রাফার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NPCIL)। মহারাষ্ট্রের তারাপুর প্রকল্পের জন্য এই নিয়োগ হবে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা NPCIL-এর অফিসিয়াল ওয়েবসাইট npcilcareers.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।

শূন্য পদের বিস্তারিত বিবরণ:

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/C (Safety Supervisor) - ২

লিডিং ফায়ারম্যান/A - ১

ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/A - ২

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/C (Safety Supervisor) - ২

অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (HR) - ১৬

অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (F&A) - ৯

অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ (C&MM)- ৪

স্টেনোগ্রাফার ১ -  ৯

বয়সসীমা:

• সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট/C (Safety Supervisor) : ১৮ থেকে ৩০ বছর।

• লিডিং ফায়ারম্যান/A : ১৮ থেকে ৩২ বছর।

• ড্রাইভার-কাম-পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/A: ১৮ থেকে ২৭ বছর।

• অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১ : ২১ থেকে ২৮ বছর।

• স্টেনোগ্রাফার ১: ২১ থেকে ২৮ বছর।

যোগ্যতা:

• সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট / C (Safety Supervisor): ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা ৫০% নম্বর নিয়ে B.Sc পাশ এবং ইন্ডাস্ট্রিয়াল সেফটিতে এক বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করতে হবে। শিল্প ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

• লিডিং ফায়ারম্যান / A: বিজ্ঞান বিভাগে কেমিস্ট্রি সহ ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ।

• ড্রাইভার কাম পাম্প অপারেটর কাম ফায়ারম্যান/ A: বিজ্ঞান বিভাগে কেমিস্ট্রি-সহ ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ।

ভারী যান চালানোর লাইসেন্স সহ কমপক্ষে এক বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং সেই সঙ্গে স্টেট ফায়ার ট্রেনিং সেন্টার থেকে ফায়ার ফাইটিংয়ে সার্টিফিকেট কোর্স করতে হবে।

• অ্যাসিস্ট্যান্ট গ্রেড ১: বিজ্ঞান/বাণিজ্য/কলা বিভাগে স্নাতক।

• স্টেনোগ্রাফার গ্রেড ১: যে কোনও বিষয়ে ৫০% নম্বর নিয়ে স্নাতক পাশ।

বাছাই পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও দক্ষতা পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

বন্ধ করুন