শুধুমাত্র NEET-UG ক্লিয়ার করলেই B.Sc নার্সিং-এ ভর্তি হওয়া যাবে না। সেই সঙ্গে আরও নয়া মূল্যায়ন কাঠামো যোগ করা হল। কী সেই মূল্যায়ন কাঠামো?
পরীক্ষার্থীদের ইংরেজির কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT), সাধারণ জ্ঞান এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পরীক্ষাও (PAT) পাশ করতে হবে। হাইকোর্টে এমনই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় পরীক্ষা সংস্থা (NAT)। কেন্দ্র জানিয়েছে, এ বিষয়ে শীঘ্রই একটি সার্কুলার জারি করা হবে।
PAT কী?
NEET-UG-এর মাধ্যমে B.Sc নার্সিং কোর্সে ভর্তির প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে একটি পিটিশন হয়েছিল। তার শুনানির সময় বিচারপতি রেখা পল্লীর কাছে সরকার এবং NAT এই তথ্য দিয়েছে।
সরকার ও ন্যাটের পক্ষের আইনজীবী অলোক সিং বলেন, আবেদনকারীরা দাবি করছেন B.Sc নার্সিং কোর্সে কম্পিউটার ভিত্তিক সাধারণ ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং বিজ্ঞানের উপর পরীক্ষা নিয়ে ভর্তি নেওয়া হচ্ছে। NEET-UG-র বিপক্ষে দাবি তোলেন তাঁরা। সালোনি যাদব এবং আরও কয়েকজন ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে NEET-UG-র মাধ্যমে B.Sc নার্সিং-এ ভর্তির জন্য জাতীয় পরীক্ষার সিদ্ধান্ত বাতিলের আবেদন করেছিলেন।
আবেদনকারীরা আদালতকে বলে, সরকার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়েছে। এতে ছাত্রছাত্রীদের প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ হয়নি। তাঁরা জানান, বহু পড়ুয়া ফর্ম ফিল আপেরই সুযোগ পাননি। যদিও সরকার আদালতকে জানায়, এর আগে আবেদনের সময়সীমা ৬ মে পর্যন্ত দেওয়া হলেও এখন তা বাড়িয়ে ১৫ মে করা হয়েছে। ফলে এখনও যথেষ্ট সময় রয়েছে।
অলোক সিং বলেন, তাঁদের যুক্তি ভিত্তিহীন। তিনি জানান, হঠাত্ ভর্তির ধরন পরিবর্তন করলে পরীক্ষার্থীদের প্রস্তুতি নষ্ট হবে।
আইনজীবী অলোক সিং বলেন, পড়ুয়াদের প্রস্তুতি বৃথা হবে না। কারণ B.Sc নার্সিং-এ ভর্তি শুধুমাত্র NEET-UG-এর ফলাফল দ্বারা নয়, কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রস্তুত করা মেধা তালিকার মাধ্যমে করা হবে। ইংরেজি এবং সাধারণ জ্ঞান এবং মনস্তাত্ত্বিক মূল্যায়ন পরীক্ষা হবে। সরকার পক্ষের কৌঁসুলি বলেন, উত্তরদাতা (সরকার/NAT) এই বিষয়ে একটি বিস্তারিত সার্কুলার জারি করার প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিজ্ঞপ্তিটি শুধুমাত্র জাতীয় সংবাদপত্রেই নয়, NEET-এর পোর্টালেও আপলোড করা হবে। এই যুক্তিগুলি শোনার পরে, আদালত NEET-UG-এর মাধ্যমে B.Sc নার্সিং কোর্সে ভর্তির নিয়মকে চ্যালেঞ্জ করা আবেদনটি খারিজ করে দেয়। আদালত বলে, এই ঘটনা থেকে এটা পরিষ্কার যে শিক্ষার্থীদের ইংরাজি ও সাধারণ জ্ঞানের প্রস্তুতি বৃথা যাবে না।
আদালত জানিয়েছে, ১৭ জুলাই পরীক্ষা নেওয়া হবে। তাই পড়ুয়াদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় রয়েছে।