ওড়িশার ‘বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ প্রকাশ কর দশম শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। রবিবার ২৬ মে এই পপরীক্ষার ফলা প্রকাশিত হয়েছে। যে পরীক্ষার্থীরা এই পরীক্ষা দিয়েছেন, তাঁরা নির্দিষ্ট সাইট থেকে সাইটের লিঙ্কে গিয়ে এই ফলাফল দেখে নিতে পারেন। তার জন্য জেনে নিতে হবে নির্দিষ্ট ওয়েবসাইটটি।
ফলাফল দেখতে হলে, সমস্ত তথ্যের বিশদ জানিয়ে ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এই ফলাফল দেখা যাচ্ছে, bseodisha.ac.in ওয়েবসাইটে। এছাড়াও এসএমএস করেও এই ফলাফল জানা যাবে। ওড়িশার বোর্ডের দশম শ্রেণির ররীক্ষার ফলাফল জানতে এসএমএস করতে হবে 5676750 নম্বরে। সেখানে দশম শ্রেণির বোর্ড পরীক্ষার রোল নম্বর দিতে হবে। কীভাবে এই পরীক্ষার ফলাফল দেখা যাবে, দেখে নিন।
ফলাফল কীভাবে দেখবেন:-
১) বিএসই ওড়িশার বোর্ডের পরীক্ষার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেক্ষেত্রে bseodisha.ac.in সাইটে যেতে হবে। এর জন্য ক্লিক করতে হবে https://bseodisha.ac.in/ লিঙ্কে।
২)হোমপেজে, BSE Odisha 10th Result 2024 লিঙ্কে ক্লিক করুন
৩)লগ ইন করার জন্য যাবতীয় তথ্য দিয়ে ক্লিক করে নিন।
৪) স্ক্রিনে প্রদর্শিত যে ফলাফলের তথ্য এল তা দেখে নিন।
৫) এরপর তা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নিন।
চলতি বছর সার্বিক পাশের হার ৯৬.০৭%। এ বছরও মেয়েরা বেশি ভালো পারফর্ম করেছে, পুরুষদের তুলনায়। মেয়েদের পাশের হার ৯৬.৭৩% এবং ছেলেদের পাশের হার ৯৫.৩৯%। রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিবন্ধন ২৯ মে শুরু হবে এবং ১২ জুন, ২০২৪-এ শেষ হবে। ওডিশা বোর্ডের কর্মকর্তারা আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলের সাথে, অন্যান্য দিকের বিশদ তথ্যও জানানো হয়েছে। যেমন, সামগ্রিক পাশ শতাংশ, লিঙ্গ অনুসারে ফলাফল, ইত্যাদিও সেখানে বলা হয়েছে। প্রসঙ্গত, এবারের পরীক্ষায় ওড়িশায় আয়োজিত হয়েছিল ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ থেকে মার্চের ৪ তারিখ পর্যন্ত পরীক্ষা আয়োজিত হয়। প্রায় ৫.৫ লাখ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছেন।