বাংলা নিউজ > কর্মখালি > Odisha Civil Services Mains 2020: অতিমারীর প্রকোপে নভেম্বরে পিছিয়ে গেল পরীক্ষা
করোনা প্রকোপের জেরে বিধিনিষেধ আরোপ করেছে ওড়িশা সরকার। সেই কারণেই Odisha Civil Services Main লিখিত পরীক্ষা নভেম্বরে স্থগিত করল ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (OPSC)।
OPSC এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড উদ্ভূত অভূতপূর্ব অতিমারি সংকটের কারণে, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত OCS -19 মূল লিখিত পরীক্ষা সরকারের তৎকালীন নির্দেশাবলীর অধীনে নভেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। কমিশন জানিয়েছে পরীক্ষার সঠিক তারিখ এবং সময় পরে জানানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.opsc.gov.in দেখতে। সেই সঙ্গে শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্রগুলিতে বিভিন্ন নোটিশ প্রকাশের বিষয়ে নজর রাখতে বলা হয়েছে।
কর্মখালি খবর