পরীক্ষায় ২০ নম্বর পেলেই হবে। পাস করিয়ে দেওয়া হবে পরীক্ষার্থীদের। দশম শ্রেণির পড়ুয়াদের জন্য নতুন নিয়ম বেঁধে দিল মহারাষ্ট্র। নতুন নিয়মে বলা হয়েছে দশম শ্রেণির শিক্ষার্থীরা অঙ্ক ও বিজ্ঞানে ২০ নম্বর পেলেও পাস করিয়ে দেওয়া হবে। অর্থাৎ পাসিং মার্ক ৩৫ থেকে কমিয়ে ২০ করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এসসিইআরটি) এই সিদ্ধান্ত নিয়েছে।
নতুন এই সিদ্ধান্তেও রয়েছে বড়সড় টুইস্ট। গণিত ও বিজ্ঞানে, কম নম্বর পাওয়া পড়ুয়াদের বোর্ড পাস করাবে ঠিকই, কিন্তু পরবর্তীতে এই বিষয়ে উচ্চশিক্ষা নিতে দেওয়া হবে না। অর্থাৎ পরবর্তী ক্লাসে এই দু' টি বিষয় বেছে নিতে পারবে না পড়ুয়ারা। তবে, এই দু' টি বিষয় ছাড়াও একাদশ শ্রেণিতে অন্য যে কোনও বিষয় বেছে নেওয়া যাবে।
আরও পড়ুন: (Medical Colleges: বেশি ফি নিচ্ছে মেডিক্যাল কলেজগুলো, কড়া ব্যবস্থা নেবে তামিলনাড়ু সরকার)
কিন্তু হঠাৎ পাসিং মার্ক কমিয়ে দেওয়ার কারণ কী
সায়েন্স বাদ দিয়ে, অন্যান্য বিষয়ে আগ্রহী পড়ুয়াদের সাহায্য করার জন্যই এই উদ্যোগ। এমন অনেক ক্ষেত্রেই হয়েছে, দশম শ্রেণিতে সায়েন্স বিষয়গুলোতে পাসিং নম্বর স্কোর করতে ব্যর্থ হলে পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয় অনেক পড়ুয়ারা। এবার এই পাস করিয়ে দেওয়া সিদ্ধান্তের ফলে কম নম্বর পাওয়া শিক্ষার্থীরাও স্বস্তি পাবে। কম নম্বর নিয়ে পরবর্তী ক্লাসে নিজেদের প্রমাণ করার আরও একটি সুযোগ পাবে। অথবা ভালো ফলাফলের জন্য আবার পরীক্ষাও দেওয়া যাবে।
কবে কার্যকর হবে এই নিয়ম
মহারাষ্ট্র স্টেট বোর্ড অফ সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান শারদ গোসাভি বলেছেন যে একবার রাজ্য জুড়ে নতুন পাঠ্যক্রম নিয়ে আসা হলে, পাসিং মার্কের নিয়মও কার্যকর করা হবে।
আরও পড়ুন: (Toxic Boss- বাড়িতে কেউ মারা না গেলে অফিস কামাই করা যাবে না, অ্যাক্সিডেন্ট হলেও না, ভাইরাল বসের মেসেজ!)
রিপোর্ট অনুসারে , স্টেট কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিরেক্টর রাহুল রেখাওয়ার বলেছেন যে ইতিমধ্যেই স্কুল শিক্ষা বিভাগ এই নিয়মে অনুমোদন দিয়েছে। তাঁর মতে, গণিত বা বিজ্ঞানে ফেল করা পড়ুয়াদের বেশিরভাগ অংশের কাছেই তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার কোনও সুযোগ থাকে না। অন্য কোনও বিষয়ে ভালো হলেও তারা আর পরবর্তী সুযোগ পায় না।
তিনি আরও বলেন, এমন অনেক পড়ুয়া আছে, যারা গণিত বুঝতে পারে না। মুন্সি প্রেমচাঁদ এবং হরি নারায়ণ আপ্তের মতো অনেক বড় লেখক গণিতের কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। তাহলে কোনও শিক্ষার্থী যদি আর্টস করতে চায়, তাহলে কেন তাকে বিজ্ঞান ও গণিত নিতে বাধ্য করা হবে? আর এই নতুন নিয়মের দরুণ শিক্ষার্থীরা অন্যায়ভাবে সিস্টেম থেকে বাদ পড়বে না বলে দাবি জানান রাহুল রেখাওয়ার।