ইউজিসি-র নতুন নিয়ম অনুযায়ী, কোনও মহিলা গবেষক যদি বিয়ে বা অন্য কোনও কারণে স্থানান্তরিত হন এবং সেখানকার কোনও ইনস্টিটিউটে পিএইচডি করতে চান, তাহলে তাঁকে সেই অনুমতি দেওয়া হবে। অন্য স্থানে থেকে গবেষণা করার জন্য সমস্ত নিয়মাবলী মানতে হবে।
1/5PhD করছেন, এমন মহিলা স্কলারদের জন্য নয়া সুবিধা আনল UGC। নয়া নিয়মে কোনও কারণে তাঁরা দূরবর্তী স্থানে চলে গেলে, তাঁদের পিএইচডি প্রোগ্রাম নতুন স্থানের, ভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তরিত করতে পারবেন। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5এর ফলে বিয়ের কারণে দূরবর্তী স্থানে শ্বশুরবাড়ি চলে যাচ্ছেন, এমন গবেষকদের সুবিধা হবে। নতুন স্থানে গিয়েও তাঁরা গবেষণার কাজ সেখান থেকে চালিয়ে যেতে পারবেন। ফাইল ছবি: এএফপি (PTI)
3/5ইউজিসি-র নতুন নিয়ম অনুযায়ী, কোনও মহিলা গবেষক যদি বিয়ে বা অন্য কোনও কারণে স্থানান্তরিত হন এবং সেখানকার কোনও ইনস্টিটিউটে পিএইচডি করতে চান, তাহলে তাঁকে সেই অনুমতি দেওয়া হবে। অন্য স্থানে থেকে গবেষণা করার জন্য সমস্ত নিয়মাবলী মানতে হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
4/5এক্ষেত্রে অবশ্যই উল্লেখ্য যে, গবেষণা যেন মূল প্রতিষ্ঠান বা সুপারভাইজারের আর্থিক সহায়তাপ্রাপ্ত না হয়। সেটি না থাকলেই আর কোনও বাধা নেই। নয়া নিয়মের অধীনে, রিসার্চ স্কলারের সেই সময় পর্যন্ত করা সম্পূর্ণ কাজই নতুন প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
5/5তবে মনে রাখতে হবে, রিসার্চ স্কলারকে ক্রেডিট হিসাবে তাঁর মূল প্রতিষ্ঠান বা সুপারভাইজারেরই উল্লেখ করতে হবে। এতদিন পর্যন্ত মহিলা গবেষকদের গবেষণা শেষ করার জন্য অতিরিক্ত দুই বছর সময় দেওয়া হত। একইসঙ্গে, মাতৃত্বকালীন ছুটি এবং শিশুর যত্ন নেওয়ার ছুটি হিসাবে সর্বোচ্চ ২৪০ দিনের ছুটির সুবিধা পান তাঁরা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই) (PTI)