PhD করতে-করতে মহিলা গবেষকদের দূরে বিয়ে হয়ে কী হবে? নয়া নিয়ম UGC-র
Updated: 12 Nov 2022, 08:57 PM ISTইউজিসি-র নতুন নিয়ম অনুযায়ী, কোনও মহিলা গবেষক যদি বিয়ে বা অন্য কোনও কারণে স্থানান্তরিত হন এবং সেখানকার কোনও ইনস্টিটিউটে পিএইচডি করতে চান, তাহলে তাঁকে সেই অনুমতি দেওয়া হবে। অন্য স্থানে থেকে গবেষণা করার জন্য সমস্ত নিয়মাবলী মানতে হবে।
পরবর্তী ফটো গ্যালারি