PhD Rule Changes By UGC: ভাইভা থেকে শুরু করে থিসিস... more
PhD Rule Changes By UGC: ভাইভা থেকে শুরু করে থিসিস জমা, প্রকাশনা ইত্যাদি নীতিতে বদল আনা হয়েছে। এই বিষয়ে ব্যাখা করলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। দেখে নিন পিএইডি-র নিয়মে ঠিক কী কী বদল আনা হয়েছে।
1/8ডক্টরাল গবেষণা সংক্রান্ত নিয়মে বেশ কিছু পরিবর্তন UGC-র। ভাইভা থেকে শুরু করে থিসিস জমা, প্রকাশনা ইত্যাদি নীতিতে বদল আনা হয়েছে। এই বিষয়ে ব্যাখা করলেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/8পার্ট-টাইম PhD: গত ৭ নভেম্বর ইউজিসি-র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল, এবার থেকে যে কোনও জায়গায় কর্মরত চাকুরিজীবী বা শিক্ষকরা পার্ট-টাইম পিএইচডি করতে পারবেন। আগে সরকারি চাকরিজীবী বা শিক্ষকদের গবেষণার জন্য তাঁদের বিভাগ থেকে পড়াশোনার জন্য ছুটির আবেদন করতে হত। এখন অফিস করতে করতেই পার্ট-টাইম পিএইচডি করা যাবে। কর্মক্ষেত্রের ছাড়পত্র দেখালেই হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (PTI)
3/8থিসিস পরীক্ষকের সংখ্যা: বর্তমানে থিসিস মূল্যায়নের জন্য তিনজন পরীক্ষক থাকা আবশ্যিক। তার মধ্যে একজন রিসার্চ স্কলারের গাইড এবং বাকি দুই জন বহিরাগত পরীক্ষক। সাধারণত, বহিরাগত পরীক্ষকদের একজন গবেষকের নিজের রাজ্য থেকে এবং অপরজন অন্য রাজ্য থেকে থাকতেন। এবার থেকে ইউজিসি-র নিয়ম, একজন পরীক্ষককে মূল প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়ের বাইরের হতে হবে। অপরজন বিদেশের কোনও বিশিষ্ট শিক্ষাবিদ হতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/8অনলাইনে চলবে না: যে গবেষণার কাজ, অনলাইন বা ডিসট্যান্স এডুকেশনের পদ্ধতির মাধ্যমে করা হয়, তাতে ইউজিসি স্বীকৃতি দেবে না। ফাইল ছবি: পিক্সাবে (PTI)
5/8গাইডের বয়স: একইভাবে, স্থায়ী শিক্ষকরা, যাঁদের অবসরের তিন বছর বাকি আছে, তারা এবার থেকে কোনও পড়ুয়াকে গবেষণার জন্য নথিভুক্ত করতে পারবেন না। কারণ তাঁরা অবসর নিয়ে নিলেই উক্ত পিএইডি স্কলার অথৈ জলে পড়ে যান। তবে তাঁরা পিএইচডি স্কলারকে সহ-প্রদর্শক হিসেবে গাইড করতে পারবেন। সেটিও ৭০ বছর বয়স পর্যন্ত। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (PTI)
6/8টাকা দিয়ে থিসিস ছাপানোর দিন শেষ: এতদিন প্রথম থিসিস জমা দেওয়ার আগে গবেষককে অন্তত দু'টি গবেষণাপত্র কোনও জার্নালে প্রকাশ করতে হত। এদিকে অনেকেই টাকার বিনিময়ে কম পরিচিত জার্নালে লেখা ছাপিয়ে নিতেন। ফলে নিয়মটাই প্রহসন হয়ে দাঁড়ায়। সেই কারণে এই নিয়মই এবার তুলে দিল UGC। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (PTI)
7/8ভাইভা নিতে হবে দ্রুত: একবার একটি থিসিস জমা দেওয়ার পরে, বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ভাইভা নিতে হবে। আগে থিসিস জমা দেওয়ার পর স্কলাররা ভাইভা-র জন্য হন্যে হয়ে ঘুরতেন। শুধু তাই নয়, করোনার সময়ে যেমন অনলাইনে ভাইভা হত, তেমনই বজায় রাখা হচ্ছে। চাইলে অনলাইনেই মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। ফাইল ছবি: ইউজিসি (PTI)
8/8পিএইচডি-র চক্করে যৌবন কাবার হবে না: পিএইচডি করতে ঢুকলেই অনন্তকাল। এই ভয়ে অনেকে গবেষণার স্বপ্ন ত্যাগ করে চাকরি খোঁজেন। সেই সমস্যা মেটাতে এবার থেকে সময়সীমা বেঁধে দিয়েছে ইউজিসি। পিএইচডি শেষ করার সর্বোচ্চ সময়সীমা হবে ৬ বছর। অন্যদিকে নূন্যতম ছয় মাসের কোর্স ওয়ার্কসহ কমপক্ষে তিন বছরের পিএইডি প্রোগ্রাম হবে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (PTI)