দেশের অন্যতম বড় ফিনটেক সংস্থা ক্রেড-এর সিইও কুনাল শাহ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি 'Ask Me Anything' স্টোরি পোস্ট করেন। সেখানে একজন জানতে চান, এত কম বেতনে তাঁর চলছে কীভাবে? সেই প্রশ্নের উত্তরে যুক্তি দেন কুনাল।
1/5প্রযুক্তি স্টার্টআপ-এর CEO। শুনলেই মনে হয়, কোনও বড় কলেজের মেধাবী পড়ুয়া। কোটি-কোটি টাকা রোজগার করেন। ছবিটা বেশিরভাগ ক্ষেত্রেই তাই। তবে ব্যাতিক্রম Cred-এর CEO। মাসে মাত্র ১৫,০০০ টাকা বেতন নেন বলে দাবি করেছেন এই স্টার্টআপ কর্তা। ফাইল ছবি: টুইটার (Cred)
2/5দেশের অন্যতম বড় ফিনটেক সংস্থা ক্রেড-এর সিইও কুনাল শাহ সম্প্রতি ইনস্টাগ্রামে একটি 'Ask Me Anything' স্টোরি পোস্ট করেন। সেখানে একজন জানতে চান, এত কম বেতনে তাঁর চলছে কীভাবে? সেই প্রশ্নের উত্তরে যুক্তি দেন কুনাল। ফাইল ছবি: ক্রেড (Cred)
3/5তিনি জানান, এর আগে আরও এক জনপ্রিয় ফিনটেক স্টার্টআপ FreeCharge-এর প্রতিষ্ঠা করেছিলেন তিনি। সেটি বিক্রি করার পর যে টাকা পেয়েছেন, তাতেই তাঁর চলে যায়। কিন্তু এত কম বেতন নেন কেন? ফাইল ছবি: ক্রেড (Cred)
4/5উত্তরে কুনাল জানিয়েছেন, 'যতদিন না আমার সংস্থা লাভজনক হচ্ছে, ততদিন ভাল বেতন নেওয়াতে আমি বিশ্বাস করি না।' স্টার্টআপ সেক্টরে যদিও অনেক প্রতিষ্ঠাতা-CEO-ই বছরে ৩-৪ কোটি টাকার বেতন নেন। ফাইল ছবি: টুইটার (Cred)
5/5সোশ্যাল মিডিয়ায় যদিও অনেকে দাবি করেছেন, সংস্থার প্রাইভেট ইক্যুইটি থেকে নিশ্চই ভাল টাকাই আয় করেন তিনি। কারণ তাঁর জীবনযাত্রা যথেষ্ট বিলাসবহুল। সম্ভবত আয়কর বাঁচাতেই তিনি এত কম বেতন নেন। ফাইল ছবি: টুইটার (Cred)