অল্পবয়সীদের ওয়ার্ক ফ্রম হোম করার অভ্যাসও ত্যাগ করা উচিত্ বলে দাবি করলেন নারায়ণ মূর্তি। তিনি বলেন, যুবসমাজের উচিত্ আলস্য ত্যাগ করা এবং নৈতিকতার পথে হাঁটার।
1/5যুবসমাজের 'মুনলাইটিং' করা অনুচিত্। এমনই মত ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির। মুনলাইটিং মানে হল, কোনও সংস্থায় স্থায়ী কর্মী থাকা অবস্থা দ্বিতীয় কোনও পার্ট-টাইম বা ফুল-টাইম পেশায় নিযুক্ত হওয়া। ফাইল ছবি: ইনফোসিস (Sandip Mahankal)
2/5বিদেশ মন্ত্রকের আয়োজিত 'এশিয়া ইকোনমিক ডায়ালগে' তিনি এই কথা বলেন। তিনি বলেন, দেশের খুব ছোট একটি অংশই কঠোর পরিশ্রম করেন। বেশিরভাগ ভারতীয়ই কঠোর পরিশ্রমের সংস্কৃতিকে আত্মস্থ করেননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আকাঙ্ক্ষা পূরণের জন্য কঠোর পরিশ্রমকে অর্পণ করা অপরিহার্য। ফাইল ছবি: ব্লুমবার্গ (Sandip Mahankal)
3/5একই সঙ্গে অল্পবয়সীদের ওয়ার্ক ফ্রম হোম করার অভ্যাসও ত্যাগ করা উচিত্ বলে দাবি করলেন নারায়ণ মূর্তি। তিনি বলেন, যুবসমাজের উচিত্ আলস্য ত্যাগ করা এবং নৈতিকতার পথে হাঁটার। ফাইল ছবি: এএনআই (Sandip Mahankal)
4/5তিনি বলেন, 'তরুণদের প্রতি আমার আন্তরিক এবং বিনীত অনুরোধ, মুনলাইটিং করব, বাড়ি থেকে কাজ করব, সপ্তাহে তিন দিন করে অফিসে আসব, এই ফাঁদে পড়বেন না।' ফাইল ছবি: পিটিআই (Sandip Mahankal)
5/5তিনি মনে করিয়ে দেন, ১৯৪০-এর দশকের শেষের দিকে ভারত এবং চিন উভয় দেশের অর্থনীতিই একই আকারের ছিল। কিন্তু চিন কঠোর পরিশ্রমের সংস্কৃতিকে আত্মস্থ করেছে। আর সেই কারণেই আজ তার আকার ভারতের প্রায় ছয়গুণ হয়ে গিয়েছে। ফাইল ছবি: পিটিআই (Sandip Mahankal)