দেশের বিভিন্ন প্রান্তের প্রায় এক হাজারেরও বেশি ফ্রেশারকে নিয়ে একটি পোল করা হয়। তাতে দেখা যায়, মোট অংশগ্রহণকারীর ৫১%-এরও বেশি জানিয়েছেন, অফার লেটার পেয়ে তাঁদের এক বছর হয়ে গিয়েছে। এখনও তাঁদের অনবোর্ডিং করায়নি সংস্থা। চাকরিজীবন শুরুর আশায় বাড়িতে বসে হাপিত্যেশ করছেন তাঁরা।
1/5প্লেসমেন্টই সার। মাসের পর মাস অনবোর্ডিংয়ের আশায় বসে বহু তথ্যপ্রযুক্তি ফ্রেশার। এই বিষয়ে বৃহস্পতিবার খোলা চিঠি দিল IT কর্মীদের ইউনিয়ন NITES। তারা দ্রুত আইটি সংস্থাগুলিকে অনবোর্ডিং ও নিয়োগে বিলম্ব কমানোর অনুরোঝ করেছে। ফাইল ছবি: মিন্ট (Mint)
2/5সম্প্রতি দেশের বিভিন্ন প্রান্তের প্রায় এক হাজারেরও বেশি ফ্রেশারকে নিয়ে একটি পোল করা হয়। তাতে দেখা যায়, মোট অংশগ্রহণকারীর ৫১%-এরও বেশি জানিয়েছেন, অফার লেটার পেয়ে তাঁদের এক বছর হয়ে গিয়েছে। এখনও তাঁদের অনবোর্ডিং করায়নি সংস্থা। চাকরিজীবন শুরুর আশায় বাড়িতে বসে হাপিত্যেশ করছেন তাঁরা। এদিকে হাতের চাকরি ছেড়ে অন্য কোথাও চেষ্টা করতেও পারছেন না। ফাইল ছবি: পিটিআই (Mint)
3/5'ফ্রেশারদের অনেকেরই কলেজের পড়াশোনা শেষ। কর্মজীবন শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কিন্তু অনবোর্ডিংয়ে বিলম্বের কারণে তাঁরা আর্থিক এবং মানসিক কষ্টের শিকার হচ্ছেন,' লিখেছে NITES। ফাইল ছবি: পিক্সাবে (Mint)
4/5তারা আইটি সংস্থাগুলিকে এই সমস্যার দ্রুত মোকাবিলা করার জন্য অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিতে অনুরোধ করেছে। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং সময়োপযোগী করার দাবি করেছেন তাঁরা। (ছবিটি প্রতীকী, মিন্ট) (Mint)
5/5সম্প্রতি নামজাদা IT সংস্থা Wipro সম্প্রতি বেশ কিছু ফ্রেশারদের বেতনের অফার হ্রাস করেছে। ৬.৫ লাখ টাকার প্যাকেজ এক লাফে নেমে আসে ৩.৫ লক্ষ টাকায়। Velocity প্রোগ্রামে ট্রেনিং দিয়েও এই ফ্রেশারদের কাজ দিতে পারছিল না উইপ্রো। এমতাবস্থায় গত বছর অগস্ট থেকে তাঁদের অনবোর্ডিং পিছিয়ে দেওয়া হয়েছে। আপাতত তাঁদের কম বেতনের পদে যোগ দেওয়ার অফার করা হয়েছে। নয়তো অনির্দিষ্টকাল অপেক্ষা। এই বিষয়েও সম্প্রতি কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছে তথ্যপ্রযুক্তি কর্মীদের সংগঠন। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (Mint)