জয়ন্তী চৌহান(৪২) বর্তমানে বিসলেরির ভাইস চেয়ারপার্... more
জয়ন্তী চৌহান(৪২) বর্তমানে বিসলেরির ভাইস চেয়ারপার্সন। এর আগেও তাঁকে সংস্থার কর্তা করতে চাওয়া হয়েছিল। তবে তিনি সেই আর্জি ফিরিয়ে দিয়েছিলেন।
1/5বিসলেরির জল খাননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। কিন্তু সেই বোতলজাত পানীয়ের ব্যবসা কার হাতে জানেন? বিসলেরি ইন্টারন্যাশনালের চেয়ারম্যান রমেশ চৌহানের মেয়ে জয়ন্তী চৌহানই হলেন সংস্থার নতুন প্রধান। সম্প্রতি বিসলেরি অধিগ্রহণের প্রক্রিয়া প্রত্যাহার করেছে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড(TCPL)। তারপরেই এই পরিবর্তন। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5'জয়ন্তী আমাদের টিমের সঙ্গে কোম্পানি চালাবেন। আমরা ব্যবসা বিক্রি করতে চাইছি না,' জানান বিসলেরির চেয়ারম্যান রমেশ চৌহান। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5জয়ন্তী চৌহান(৪২) বর্তমানে বিসলেরির ভাইস চেয়ারপার্সন। এর আগেও তাঁকে সংস্থার কর্তা করতে চাওয়া হয়েছিল। তবে তিনি সেই আর্জি ফিরিয়ে দিয়েছিলেন। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5এই বিষয়ে ওয়াকিবহাল মহল জানিয়েছে, তিনি অ্যাঞ্জেলো জর্জের নেতৃত্বে পেশাদার ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কাজ করবেন। রমেশ চৌহানের বয়স বর্তমানে ৮২ বছর। ফাইল ছবি: লিঙ্কডইন (Twitter)
5/5সম্প্রতি টাটা গ্রুপের কাছে আনুমানিক ৭,০০০ কোটি টাকায় বিসলেরির ব্র্যান্ড বিক্রি হওয়ার কথা ছিল। কিন্তু পরে 'সিদ্ধান্তহীনতা'র কারণ দেখিয়ে সেই চুক্তি বাতিল করে দেয় টাটা কনজিউমার প্রোডাক্টস। ফাইল ছবি: লিঙ্কডইন (Twitter)