কমলা, হাল্কা শেডের কাঠ এবং ছাই রঙের সমন্বয়ে অফিস সাজানো হয়েছে। রয়েছে প্রচুর সবুজ ইন্ডোর প্লান্ট। দেওয়ালে কলকাতা সম্পর্কিত ছবিও রয়েছে। ArcelorMittal S.A.-এর সদর দফতর ইউরোপের লাক্সেমবার্গে। সংস্থার কর্তা লক্ষ্মী মিত্তল এক সময়ে বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি ছিলেন।
1/4রাজ্যবাসীর জন্য বড় সুখবর। কলকাতায় বিশাল অফিস খুলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত এবং খনি সংস্থা আর্সেলর মিত্তল। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/4সল্টলেক সেক্টর ফাইভে, আইকনিক গোদরেজ ওয়াটারসাইড ভবনে সংস্থার নতুন অফিস খোলা হয়েছে। এই অফিসটিই তাদের নতুন ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সেন্টার হতে চলেছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
3/4তাতে অফিসের ঝাঁ-চকচকে অন্দরসজ্জা দেখা যাচ্ছে। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/4ArcelorMittal S.A.-এর সদর দফতর ইউরোপের লাক্সেমবার্গে। সংস্থার কর্তা লক্ষ্মী মিত্তল এক সময়ে বিশ্বের পঞ্চম ধনীতম ব্যক্তি ছিলেন। ফাইল ছবি: টুইটার (Twitter)