কীভাবে রেজাল্ট দেখবেন? প্রথমে SBI-এর অফিসিয়াল সাইট sbi.co.in-এ যান। ক্যারিয়ার লিঙ্কে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে। পেজে SBI CBO Final Result 2022 লিঙ্কে ক্লিক করুন। নতুন PDF ফাইল খুলে যাবে। এরপরেই রোল নম্বর পরীক্ষা করতে পারবেন। ফাইল ছবি : রয়টার্স
1/5স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI CBO ২০২২-এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে। যাঁরা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ রাউন্ডে বসেছিলেন, তাঁরা sbi.co.in-এ SBI-এর অফিসিয়াল সাইটের মাধ্যমে নিজের রেজাল্ট দেখতে পারবেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5লিখিত পরীক্ষা ৪ ডিসেম্বর, ২০২২-এ অনুষ্ঠিত হয়েছিল। ৩০ জানুয়ারি ২০২৩-এ এই রেজাল্ট ঘোষণা করা হয়েছিল। ইন্টারভিউয়ের কল লেটার গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল। ১৭ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত এই রেজাল্ট অ্যাভেইলেবল ছিল। ইন্টারভিউ ২০২৩ সালের ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছিল। ফাইল ছবি : মিন্ট (Reuters)
3/5কীভাবে রেজাল্ট দেখবেন? প্রথমে SBI-এর অফিসিয়াল সাইট sbi.co.in-এ যান। ক্যারিয়ার লিঙ্কে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলে যাবে। পেজে SBI CBO Final Result 2022 লিঙ্কে ক্লিক করুন। নতুন PDF ফাইল খুলে যাবে। এরপরেই রোল নম্বর পরীক্ষা করতে পারবেন। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
4/5এরপর পেজটা ডাউনলোড করে নিন। পেজটি প্রিন্ট করে একটি হার্ড কপি রেখে দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/5এর রেজিস্ট্রেশন গত ১৮ অক্টোবর শুরু হয়েছিল। ৭ নভেম্বর ২০২৩ পর্যন্ত সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলেছিল। এই নিয়োগ ড্রাইভের মাধ্যমে SBI-এর ১,৪২২টি সার্কেল অফিসারের পদ পূরণ করা হবে। (ছবি সৌজন্য রয়টার্স) (Reuters)