TCS-এর প্রধান মানবসম্পদ আধিকারিক জানান, FY 23-এ সব মিলিয়ে আমরা মোট কর্মী সংখ্যা ২২,৬০০ জন বৃদ্ধি করেছি। এই সময়ে প্রায় ৫৩ হাজার ক্লাউড সার্টিফিকেশন হয়েছে। হাইপারস্কেলার প্ল্যাটফর্মে মোট ১,১০,০০০-এরও বেশি কর্মীকে যোগ করা হয়েছে।
1/5৪৪ হাজারেরও বেশি ফ্রেশার এবং বিপুল সংখ্যক অভিজ্ঞ পেশাদারদের নিয়োগ করা হয়েছে। এমনই সুখবর দিল টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS)। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5TCS-এর প্রধান মানবসম্পদ আধিকারিক জানান, FY 23-এ সব মিলিয়ে আমরা মোট কর্মী সংখ্যা ২২,৬০০ জন বৃদ্ধি করেছি। এই সময়ে প্রায় ৫৩ হাজার ক্লাউড সার্টিফিকেশন হয়েছে। হাইপারস্কেলার প্ল্যাটফর্মে মোট ১,১০,০০০-এরও বেশি কর্মীকে যোগ করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5২০২৩-এর মার্চে(Q4FY23) শেষ হওয়া ত্রৈমাসিকে TCS তাদের কর্মী সংখ্যা মোট ৮২১ জন বাড়িয়েছে। ফাইল ছবি: মিন্ট (Reuters)
5/5৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৪,৭৯৫ জন। TCS জানিয়েছে, FY23-এ নেট ভিত্তিতে মোট ২২,৬০০ কর্মী সংস্থায় যুক্ত হয়েছেন। ছবি : রয়টার্স (Reuters)