মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবেদনের উইন্ডো খুলবে বল... more
মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবেদনের উইন্ডো খুলবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড III-তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে।
1/5WBPSC Food SI 2023-এর নিয়োগের ঘোষণা করা হয়েছে। গত ১০ মে ২০২৩-এ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.wbpsc.gov.in-এ এই নিয়োগের বিজ্ঞপ্তি পোস্ট করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক) (Facebook)
2/5মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আবেদনের উইন্ডো খুলবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের ফুড অ্যান্ড সাপ্লাইজ সার্ভিস গ্রেড III-তে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করা হবে। ফাইল ছবি: পিটিআই (Facebook)
3/5পশ্চিমবঙ্গের খাদ্য দফতরে চাকরি। এই পদে চাকরির জন্য আবেদনকারীকে অন্তত মাধ্যমিক পাশ হতে হবে। WBPSC লিখিত প্রতিযোগিতামূলক পরীক্ষা নেবে। ফাইল ছবি: টুইটার (Facebook)
4/5সেই সঙ্গে ইন্টারভিউ-ও হবে। লিখিত পরীক্ষায় গণিত এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা নেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Facebook)
5/5মোট শূন্যপদের সংখ্যা ৯৫৭-এরও বেশি বলে জানানো হয়েছে। বয়সসীমা ১৮-৪০ বছর। ফলে যাঁরা রাজ্যে সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তাঁদের জন্য এটি ভাল সুযোগ। ফাইল ছবি: টুইটার (Facebook)