সোমবার নিউ ইয়র্কে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, 'রিমোট কাজ করে কারও পক্ষে ম্যানেজারের দায়িত্ব সামলানোটাও খুব কঠিন। কারণ লোকেদের নিয়ন্ত্রণ করতে হলে আপনাদের তাঁদের অন্তত একবার সামনাসামনি দেখতে হবে।'
1/5ওয়ার্ক ফ্রম হোমে(WFH) কেরিয়ারের ক্ষতি হতে পারে। একাধিক বড় সংস্থার CEO এর আগেই এই বিষয়ে সাবধান করে দিয়েছেন। এবার একই সুর শোনা গেল IBM-এর কর্তা অরবিন্দ কৃষ্ণ। তাঁর মতে, রিমোট কাজ করা আপনার কেরিয়ারের জন্য বিপজ্জনক হতে পারে। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Photo)
2/5IBM-এর CEO বলেন, হাইব্রিড-ক্লাউড কম্পিউটিং বিজনেসে রিমোট কাজের কারণে অনের উত্থান হয়েছে। তিনি বলেন, কোনও কর্মীকে এখন অফিস আসতে বাধ্য করা হচ্ছে না। তবে WFH করা কর্মীদের পদোন্নতি পেতে সমস্যা হতে পারে। বিশেষত ম্যানেজারিয়াল পদে পৌঁছোতে সমস্যা হতে পারে। ফাইল ছবি: এপি (HT Photo)
3/5সোমবার নিউ ইয়র্কে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, 'রিমোট কাজ করে কারও পক্ষে ম্যানেজারের দায়িত্ব সামলানোটাও খুব কঠিন। কারণ লোকেদের নিয়ন্ত্রণ করতে হলে আপনাদের তাঁদের অন্তত একবার সামনাসামনি দেখতে হবে।' তবে তিনি এটিও বলেন, 'প্রতি মিনিটেই, সর্বক্ষণ দেখারও দরকার নেই। সেই আগের মতো 'সবকিছু আমার নজরে থাকে' এমন কোনও ব্যাপার-স্যাপারের দরকার নেই। ফাইল ছবি: মিন্ট (HT Photo)
4/5এর আগেও বিভিন্ন বড় সংস্থার কর্তারা WFH-এর বিরুদ্ধে কথা বলেছেন। তাঁদের মতে, অল্পবয়সী কর্মীদের শেখা এবং পরামর্শদানের সুযোগের জন্য অফিসে যাওয়াটা গুরুত্বপূর্ণ। ফাইল ছবি: গেটি ইমেজেস (HT Photo)
5/5তবে কিছু সমীক্ষা অবশ্য বলছে, কর্মীরা বাড়ি থেকে কাজের সুযোগ পেলে তাঁরা মানসিকভাবে আরও সুখী হন। আরও বেশি প্রোডাক্টিভও থাকেন তাঁরা। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (HT Photo)