বাংলা নিউজ > কর্মখালি > CBSE দশম ও দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্টাল পরীক্ষা বাতিল মামলার শুনানি শনিবার

CBSE দশম ও দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্টাল পরীক্ষা বাতিল মামলার শুনানি শনিবার

বোর্ডের তরফে জানানো হয়েছে, সমস্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে।

CBSE-কে ৭ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

CBSE দশম ও দ্বাদশ শ্রেণির কম্পার্টমেন্টাল পরীক্ষার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে শুক্রবারে করা আবেদনের শুনানি হবে আগামিকাল।

বিচাপতি এ এম খান্বিলকর, দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জীব খান্নার বেঞ্চ CBSE-কে ৭ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা সংক্রান্ত এফিডেভিট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পরীক্ষা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট করে জানাতে বলেছে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

বাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন, যে সব পড়ুয়া মূল পরীক্ষা দেয়নি তাদের পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হয়েছে। অথচ আগেই জানানো হয়েছে, করোনা পরিস্থিতির মাঝেই কম্পার্টমেন্ট পড়ুয়াদের পরীক্ষা নেবে বোর্ড। সেপ্টেম্বরের শেষে পরীক্ষা হলে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে তারা অসুবিধায় পড়বে, কারণ তত দিনে ভরতি প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

বোর্ডের তরফের আইনজীবী জানিয়েছেন, সমস্ত স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনেই পরীক্ষা নেওয়া হবে। ১,২০০ কেন্দ্রে পরীক্ষার বন্দোবস্ত করা হচ্ছে। প্রতিটি শ্রেণিকক্ষে ৪০ জনের পরিবর্তে মাত্র ১২ জন পড়ুয়া থাকবে। পরীক্ষা সম্পর্কে আদালতকে খুব তাড়াতাড়ি তাদের অবস্থান জানাবে CBSE।

এই পরিপ্রক্ষিতেই আদালত CBSE-কে ৭ সেপ্টেম্বরের মধ্যে সমগ্র পরীক্ষা পরিকল্পনা জানিয়ে এফিডেভিট পেশ করার নির্দেশ দিয়েছে।

এর আগে মোট ২,১০,০০০ জন কম্পার্টমেন্ট পাওয়া পড়ুয়ার তরফে আবেদন জানানো হয় সুপ্রিম কোর্টে। তাদের মূল বক্তব্য, করোনা সংক্রমণ যে ভাবে বাড়ছে তাতে এই অবস্থায় পরীক্ষা দেওয়া সম্ভব নয়। আবার, জুলাই মাসে পরীক্ষার বন্দোবস্ত না-করায় তারা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভরতি হতে পারবে না। তাই কম্পার্টমন্ট পরীক্ষা বাতিলের আবেদন জানায় পড়ুয়ারা।

 

কর্মখালি খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.