বাংলা নিউজ > কর্মখালি > Police Jobs: কমান্ডো উইংয়ের পুরুষ কনস্টেবলে ৫২০ জন নিয়োগ, আবেদন ২৯ জুন পর্যন্ত

Police Jobs: কমান্ডো উইংয়ের পুরুষ কনস্টেবলে ৫২০ জন নিয়োগ, আবেদন ২৯ জুন পর্যন্ত

পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আগামী ২৯ জুন পর্যন্ত আবেদন চলবে।

পুলিশে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (এইচএসএসসি)। রাজ্য পুলিশের কমান্ডো উইংয়ের পুরুষ কনস্টেবল (গ্রুপ ‘সি’) পদে নিয়োগ করা হবে। আগামী ১৪ জুন থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া। চলবে আগামী ২৯ জুন পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.hssc.gov.in-এ আবেদন করতে পারবেন।

পদসংখ্যা : 

৫২০ টি। জেনারেল ক্যাটাগরিতে ১৮৭ জন, তফসিলি জাতির ৯৩ জন-সহ বিভিন্ন সংরক্ষিত পদে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা :  

যে কোনও স্বীকৃত সংসদ বা বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। দশম বা দ্বাদশ শ্রেণিতে হিন্দি বা সংস্কৃতি থাকতে হবে প্রার্থীদের।

বয়স : 

চলতি বছরের ১ জুনের নিরিখে আবেদনের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮। আবেদন সর্বোচ্চসীমা ২১ বছর।

বেতন :

লেয়ার ৩ এবং সেল ১-এর আওতায় মাসিক বেতন ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা। 

আবেদনের ফি :

আবেদনের জন্য জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। হরিয়ানার সংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ২৫ টাকা। হরিয়ানার অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক বা নৌসেনার আধিকারিক বা বায়ুসেনার আধিকারিকদের (এক্স-সার্ভিসম্যান) কোনও আবেদন ফি দিতে হবে না।

নিয়োগের পদ্ধতি : 

শারীরিক ক্ষমতার ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হবে। থাকবে Physical Measurement Test (PMT) এবং Physical Screening Test (PST)। সেইসঙ্গে ৬০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তাতে ১০০ শতাংশ অবজেকটিভ প্রশ্ন থাকবে। সময় থাকবে ৯০ মিনিট বা দেড় ঘণ্টা।

বন্ধ করুন