পুলিশে চাকরি করার ইচ্ছা থাকে অনেকেরই। কিন্তু কীভাবে এই চাকরির পরীক্ষায় সফল হতে হয় সেব্যাপারে অনেকের কাছেই কোনও দিশা থাকে না। তবে এবার পুলিশ কনস্টেবল পরীক্ষায় প্রাক নিয়োগ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আর সবথেকে বড় কথা হল এই ধরনের ট্রেনিং আগে থেকে থাকলে তারা কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষায় কিছুটা অগ্রাধিকার পাবেন।
পশ্চিমবঙ্গ সংখ্য়ালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের তরফে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের সংখ্যালঘু পরিবারের চাকরিপ্রার্থীদের জন্য় এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।
কতদিন ধরে এই প্রশিক্ষণ পর্ব চলবে?
এই প্রশিক্ষণপর্ব তিনমাস ধরে চলবে। তবে তার জন্য যাবতীয় খরচ সবটাই সরকার বহন করবে। সপ্তাহে দু থেকে তিনদিন এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
কোথায় এই আবেদন জমা দেওয়া যাবে?
এই প্রশিক্ষণ নেওয়ার জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ অগস্ট। সেক্ষেত্রে আর বেশিদিন সময় নেই। এখনও এই আবেদন করা যেতে পারে। তবে তারিখ পেরিয়ে গেলে এই আবেদন করা যাবে না।
আর তথ্যের জন্য কোথায় যোগাযোগ করতে হবে?
এই সংক্রান্ত আরও তথ্য পাওয়ার জন্য চাকরিপ্রার্থীদের wbmdfc.org এই ওয়েবসাইটে গিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়াও ১৮০০-১২০-২১৩০ এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যেতে পারে।
কারা এই প্রশিক্ষণের যোগ্য বলে বিবেচিত? এই প্রশিক্ষণের জন্য বয়সসীমা কত?
রাজ্যের সংখ্যালঘুরা এই প্রশিক্ষণ নিতে পারবেন। এক্ষেত্রে মুসলিম, পার্সি, শিখ, বৌদ্ধ, খ্রীষ্টান, জৈনরা এই প্রশিক্ষণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। তবে নির্দিষ্ট কিছু যোগ্যতার অধিকারী হতে হবে তাদের। এক্ষেত্রে তাদের ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্য়ে বয়স হতে হবে। মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় পাশ করতে হবে। তবে আবেদনকারীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
পুরুষদের ক্ষেত্রে ১৬৭ সেন্টিমিটার উচ্চতা হতে হবে। মহিলাদের ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার উচ্চতা হতে হবে।
তবে গোর্খাদের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। এক্ষেত্রে তাদের উচ্চতা হতে হবে ১৬০ সেমি ও মহিলাদের ক্ষেত্রে ১৫২ সেমি।
তবে অনেকের মতে, সরকারি এই উদ্যোগে প্রচুর সংখ্যক মানুষ উপকৃত হবেন। বিশেষত পুলিশের কনস্টেবল পরীক্ষায় পাশ করার জন্য শারীরিক কুশলতার প্রয়োজন রয়েছে। তার আলাদা করে প্রশিক্ষণ থাকলে সুবিধা হবে অনেকটাই।