প্রকাশিত হল ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার ‘অ্যানসার কি’। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org থেকে প্রার্থীরা ‘অ্যানসার কি’ দেখতে পারবেন। সেইসঙ্গে চ্যালেঞ্জও জানাতে পারবেন প্রাথমিক টেটের প্রার্থীরা।
পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ ডিসেম্বর যে প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল, সেটির প্রভিশনাল 'অ্যানসার কি' বা উত্তরপত্র প্রকাশিত হয়েছে। 'অ্যানসার কি'-র কোনও উত্তর নিয়ে আপত্তি থাকলে নিজেদের প্রয়োজনীয় নথি দিয়ে প্রার্থীরা চ্যালেঞ্জ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই চ্যালেঞ্জ জানাতে হবে। দিতে হবে টাকা। যে চ্যালেঞ্জ খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। তারপর চূড়ান্ত ‘অ্যানসার কি’ প্রকাশিত হবে। যে ‘অ্যানসার কি’-র ভিত্তিতে প্রাথমিক টেটের রেজাল্ট প্রকাশিত হবে।
কীভাবে প্রাথমিক টেটের ‘অ্যানসার কি’ দেখবেন?
১) প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org-তে যান।
২) হোমপেজের একেবারে বাঁদিকে ‘NOTICE: REQUESTING TET-2022 CANDIDATES WHO HAVE PARTICIPATED IN THE SUCH TEST TO DISPUTE THE PROVISIONAL ANSWER KEYS IN RESPECT OF THEIR INDIVIDUAL QUESTION BOOKLET’ লেখা আছে। তাতে ক্লিক করুন।
৩) একটি পিডিএফ খুলে যাবে। সেই পিডিএফের নীচের অংশে ‘অ্যানসার কি’ দেওয়া আছে।
৪) ওই পিডিএফ ডাউনলোড করে রেখে নিন। সেইসঙ্গে ‘অ্যানসার কি’-র সঙ্গে নিজের দেওয়া উত্তর মিলিয়ে নিন।
কতদিন ‘অ্যানসার কি’ নিয়ে চ্যালেঞ্জ জানানো যাবে?
প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে আগামী ১৭ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত প্রাথমিক টেটের ‘অ্যানসার কি’ (Primary TET 2022 Answer Key) নিয়ে চ্যালেঞ্জ জানাতে পারবেন প্রার্থীরা।
‘অ্যানসার কি’ চ্যালেঞ্জ করার জন্য কত টাকা লাগবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে, ‘অ্যানসার কি’-র প্রতিটি প্রশ্নে চ্যালেঞ্জ জানানোর জন্য ৫০০ টাকা দিতে হবে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিতে হবে। যদি কোনও প্রার্থী 'অ্যানসার কি' নিয়ে চ্যালেঞ্জ করেন এবং নির্দিষ্ট টাকা জমা না পড়ে, তাহলে আবেদন বিবেচিত হবে না।
আপনি ‘অ্যানসার কি’-র যে চ্যালেঞ্জ করেছেন, তা যদি মেনে নেয় পর্ষদ, তাহলে আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে। পর্ষদের তরফে জানানো হয়েছে, আবেদন যদি সঠিক হয়, NEFT-র মাধ্যমে প্রার্থীদের সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup