মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের মতো এবার উত্তরপত্রের স্ক্রুটিনি এবং রিভিউ করতে পারবেন প্রাথমিক টেটের পরীক্ষার্থীরা। এমনই সুযোগ দিচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনলাইনে রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করতে পারবেন টেট পরীক্ষার্থীরা। আগামী ৩ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির আবেদন করা যাবে। সেজন্য প্রার্থীপিছু ১,০০০ টাকা লাগবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
গত বছরের ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। ঠিক দু'মাসের মাথায় ১০ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশিত হয়েছে। তারইমধ্যে বুধবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে টেট পরীক্ষার্থীরা ওএমআর শিটের (পর্ষদের কাছে যে ওএমআর শিট আছে) স্ক্রুটিনি এবং রিভিউ করতে চান, তাঁদের সেই সুযোগ দেওয়া হবে। শুক্রবার বিকেল পাঁচটা থেকে ১০ মার্চ রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদনের সুযোগ পাবেন। উভয় ক্ষেত্রেই মাথাপিছু ১,০০০ টাকা খরচ পড়বে। ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পরীক্ষার্থীদের সেই টাকা জমা দিতে হবে।
কীভাবে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে হবে টেট পরীক্ষার্থীদের?
১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbpe.org এবং wbbprimaryeducation.org-তে যেতে হবে।
২) হোমপেজে 'Teacher Eligibity Test-2022 (TET-2022) For Classes I to V'-তে ক্লিক করতে হবে।
৩) 'Application for PPS/PPR'-তে ক্লিক করতে হবে। তারপর ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি জমা দিয়ে স্ক্রুটিনি এবং রিভিউয়ের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা।
কিন্তু কেন আচমকা প্রাথমিক টেটে স্ক্রুটিনি এবং রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ? বিষয়টি নিয়ে পর্ষদের এক আধিকারিক জানিয়েছেন, নিয়োগ সংক্রান্ত যে কোনও ধরনের দুর্নীতিতে লাগাম টানতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রশ্রয় দিতে চায় না কোনওরকম দুর্নীতিতে। বিশেষত ২০২২ সালের প্রাথমিক টেটে যাতে কোনওরকম দুর্নীতির আঁচও না পড়ে, তা নিশ্চিয় করতে চায় সরকার। সেজন্যই স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিক টেটে স্ক্রুটিনি এবং রিভিউয়ের পথে হেঁটেছে পর্ষদ। উল্লেখ্য, ২০১৪ সালের প্রাথমিক টেটে ভুরিভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। যা নিয়ে কলকাতা হাইকোর্টে একের পর এক ধাক্কা খেয়েছে রাজ্য।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)