রাফাল (Rafale) যুদ্ধবিমানকে ‘রাফায়েল’ (Rafael) বলা হয়েছে UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রে। এমনই অভিযোগ তুললেন নেটিজেনদের একাংশ। সেই ঘটনায় তাঁরা হতবাকও হয়ে গিয়েছেন। তাঁদের দাবি, রবিবার UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায় ভারতীয় যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন করা হয়। 'রাফায়েল', মিগ-২৯ এবং তেজস মার্ক-১ যুদ্ধবিমানের মধ্যে কোনটি ফিফথ জেনারেশনের ফাইটার জেট (পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান), তা জানতে চাওয়া হয় প্রশ্নপত্রে। নেটিজেনদের বক্তব্য, মিগ-২৯ এবং তেজস মার্ক-১ যুদ্ধবিমানের ক্ষেত্রে কোনও সমস্যা না থাকলেও ‘রাফায়েল’ বলে এখন কোনও যুদ্ধবিমান নেই। রাফাল যুদ্ধবিমান আছে। যে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাডিয়েশন তৈরি করে। এখন ভারতীয় বায়ুসেনার হাতেও একাধিক রাফাল যুদ্ধবিমান আছে। যদিও বিষয়টি নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) তরফে কোনও মন্তব্য করা হয়নি।
UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্রের রিভিউ
ইতিমধ্যে UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারির প্রথম শিফটের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় শিফটের পরীক্ষা চলছে। প্রথম শিফটের প্রশ্নপত্র নিয়ে এক প্রার্থী বলেন, ‘আমার মতে, প্রশ্নপত্র বেশ কঠিন ছিল। প্রায় ৮০ শতাংশ প্রশ্নের উত্তর দেওয়া যাবে। বাকি প্রশ্নগুলি কঠিন ছিল। আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যে প্রশ্নগুলি করা হয়েছে, সেটা সহজ ছিল। প্রাচীন ইতিহাসের মতো বিভাগের প্রশ্নগুলি কিছুটা কঠিন ছিল।’
আরও পড়ুন: UPSC Success Story: কোচিং ছাড়াই ইউপিএসসিতে সফল দার্জিলিংয়ের কন্যা, কীভাবে তৈরি করেছিলেন নিজেকে?
অপর এক প্রার্থী জানিয়েছেন যে ২০২৩ সালের থেকে এবারের প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র সহজ এসেছে। সার্বিকভাবে বলতে গেলে স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে ২০২৪ সালের UPSC সিভিল সার্ভিসেসের প্রিলিমিনারি পরীক্ষায়। আগে যেমন প্রশ্ন করা হত, সেরকম ধাঁচেই কিছুটা প্রশ্ন করা হয়েছে বলে জানিয়েছেন ওই প্রার্থী।
আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি ও ভূগোলের প্রশ্ন কেমন হল?
এক শিক্ষক জানিয়েছেন, গতবারের থেকে আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন বেশ সহজ এসেছে। একেবারে সরাসরি উত্তর জানতে চাওয়া হয়েছে। 'পলিটি' থেকে যেরকম প্রশ্ন এসেছে, সেগুলির সবগুলিরই উত্তর দেওয়া যাবে। কোনও ছোটখাটো ভুলভ্রান্তি না হলে পুরো নম্বর পাওয়ার সুযোগ আছে। অন্যদিকে, ভূগোল এবং পরিবেশের প্রশ্নও সহজ এসেছে। কারও যদি ধারণা স্বচ্ছ থাকে, তাহলে অনায়াসে প্রায় সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। যেগুলি এবার গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছিল, সেখান থেকেও প্রশ্ন এসেছে বলে জানিয়েছেন ওই শিক্ষক।
বিজ্ঞান এবং ইতিহাসের প্রশ্ন কেমন হয়েছে?
ওই শিক্ষক জানিয়েছেন, গত বছর বিজ্ঞানের প্রশ্ন কিছুটা ঘোরালো ছিল। ২০২২ সাল পর্যন্ত ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের (NCERT) পাঠ্যবই এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে প্রশ্ন আসত। গতবার সেই ধারায় পরিবর্তন হয়েছিল। এবার আবার পুরনো ফর্মুলায় ফিরেছে ইউপিএসসি। ফলে গতবারের থেকে বেশি নম্বর উঠতে পারে বিজ্ঞানে। অন্যদিকে, গতবারের থেকে অর্থনীতির প্রশ্নও সহজ এসেছে। ধারণা স্বচ্ছ থাকলে, নিয়মিত খবরের উপর চোখ রাখলে প্রার্থীদের কোনও সমস্যা হওয়ার কথা নয় বলে জানিয়েছেন ওই শিক্ষক।