বাংলা নিউজ > কর্মখালি > Railway Apprentice Recruitment 2021: মাধ্যমিক পাশেই রেলে কাজের সুযোগ, ১,৭৮৫ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, কতদিন আবেদন?

Railway Apprentice Recruitment 2021: মাধ্যমিক পাশেই রেলে কাজের সুযোগ, ১,৭৮৫ অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ, কতদিন আবেদন?

 ফাইল ছবি : এএনআই (Rahul Singh/ANI)

জেনে নিন বিশদে…

শিক্ষানবীশ পদে (অ্যাপ্রেন্টিস) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে।

মোট শূন্যপদ :

সর্বমোট শূন্যপদের সংখ্যা ১৭৮৫।

আবেদনের শেষ তারিখ :

আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

বয়সের ঊর্ধ্ব ও নিম্নসীমা :

০১.০১.২০২১ নিরিখে ন্যূনতম ১৫ এবং সর্বোচ্চ ২৪ বছর হতে হবে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের বয়সের সর্বোচ্চসীমায় পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্ত প্রার্থীরা তিন বছর ছাড় পাবেন। বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ৩৪ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনকারীর যোগ্যতা :

সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর। NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে। যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের উপযুক্ত National Trade Certificate থাকার প্রয়োজন আছে।

অনলাইনে আবেদন করা যাবে। www.rrcser.co.in ওয়েবসাইট থেকে নোটিফিকেশন পাওয়া যাবে।

বন্ধ করুন