প্রকাশিত হল রেলের নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) পরীক্ষার সংশোধিত ফলাফল। প্রার্থীরা সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা নিজেদের ফলাফল (RRB NTPC CBT 1 Result) দেখতে পারবেন।
কীভাবে RRB NTPC নিয়োগ পরীক্ষার ফলাফল (RRB NTPC Revised Result 2019) দেখবেন?
১) সংশ্লিষ্ট আঞ্চলিক রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) হোমপেজে ‘CEN 01/2019(NTPC)- Link to view score card of CEN-01/2019(NTPC) and Eligibility for CBT-2 Click here’ আছে। তার পাশে ‘Click here’ আছে। তাতে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) 'View Score Card of CEN-01/2019 (NTPC) to check level wise eligibility for CBT-2'-র নীচের বক্সে নিজের রোল নম্বর, জন্মতারিখ এবং কোড দিয়ে 'Submit' করুন।
৫) ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট করে রেখে দিন।
RRB NTPC নিয়োগ পরীক্ষার ফলাফল (RRB NTPC Revised Result 2019) দেখার ডিরেক্ট লিঙ্ক - ক্লিক করুন এখানে।
২১ টি আঞ্চলিক আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যেতে পারবেন নীচের লিঙ্কে ক্লিক করে -
১) আমদাবাদ - www.rrbahmedabad.gov.in
২) আজমেঢ় - www.rrbajmer.gov.in
৩) এলাহাবাদ - www.rrbald.gov.in
৪) বেঙ্গালুরু - www.rrbbnc.gov.in
৫) ভোপাল - www.rrbbhopal.gov.in
৬) ভুবনেশ্বর - www.rrbbbs.gov.in
৭) বিলাসপুর - www.rrbbilaspur.gov.in
৮) চণ্ডীগড় - www.rrbcdg.gov.in
৯) চেন্নাই - www.rrbchennai.gov.in
১০) গোরখপুর - www.rrbgkp.gov.in
১১) গুয়াহাটি - www.rrbguwahati.gov.in
১২) জম্মু ও শ্রীনগর - www.rrbjammu.nic.in
১৩) কলকাতা - www.rrbkolkata.gov.in
১৪) মালদহ - www.rrbmalda.gov.in
১৫) মুম্বই - www.rrbmumbai.gov.in
১৬) পাটনা - www.rrbpatna.gov.in
১৭) রাঁচি - www.rrbranchi.gov.in
১৮) সেকেন্দ্রাবাদ - www.rrbsecunderabad.nic.in
১৯) তিরবনন্তপুরম - www.rrbthiruvananthapuram.gov.in
২০) শিলিগুড়ি - www.rrbsiliguri.gov.in
২১) মুজফ্ফরপুর- www.rrbmuzaffarpur.gov.in
প্রাথমিকভাবে গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছিল। কিন্তু রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। সেই পরিস্থিতিতে তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।