বাংলা নিউজ > কর্মখালি > Railway Recruitment 2022: ভারতীয় রেলে নিয়োগ, মাসে বেতন ৩০ হাজার টাকা

Railway Recruitment 2022: ভারতীয় রেলে নিয়োগ, মাসে বেতন ৩০ হাজার টাকা

ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল (Indian Railways)

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই পদে মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন মিলতে পারে। অনলাইনে আবেদন করতে হবে।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (JTA) পদে নিয়োগ। বিজ্ঞপ্তি প্রকাশ করল সাউথ ইস্টার্ন রেলওয়ে। এই পদে মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত বেতন মিলতে পারে। অনলাইনে আবেদন করতে হবে।

কোন পদে নিয়োগ?

জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট (JTA) পদে নিয়োগ করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের ১৫টি ও বৈদ্যুতিক নির্মাণের ২টি পদ রয়েছে।

মোট শূন্যপদের সংখ্যা

মোট ১৭টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ফলে প্রতিযোগিতা যে বেশ কঠিন হবে, তা বলাই যায়।

Railway JTA 2022: শিক্ষাগত যোগ্যতা

জুনিয়র টেকনিক্যাল অ্যাসোসিয়েট পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে উপরে উল্লেখিত বিষয়ে B.E বা B.Tech পাশ হতে হবে।

এর পাশাপাশি GATE কোয়ালিফায়েড হতে হবে।

Rail Jobs: আবেদন করবেন কীভাবে?

অফিশিয়াল ওয়েবসাইট ser.indianrailways.gov.in থেকে আবেদন করতে পারবেন।

বয়সের উর্ধ্ব ও নিম্ন সীমা

বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। SC/ST শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছর ছাড় দেওয়া হবে। OBC প্রার্থীদের জন্য ৩ বছর।

Railway JTA 2022: গুরুত্বপূর্ণ তারিখ

আবেদনের শেষ তারিখ আগামী ১৮ জুলাই ২০২২।

বন্ধ করুন