বাংলা নিউজ > কর্মখালি > Railways jobs: একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের, কীভাবে আবেদন করবেন, দেখে নিন

Railways jobs: একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের, কীভাবে আবেদন করবেন, দেখে নিন

খেলাধুলোর (স্পোর্টস) কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব-মধ্য রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২১।

স্পোর্টস কোটায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (SECR)। মোট ২৬টি আসনে লেভেল ২, ৩, ৪ এবং ৫ পদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্য বা জাতীয় স্তরে অ্যাথলেটিক্স, তিরন্দাজ, পাওয়ার লিফটিং, বাস্কেটবল, বক্সিং গল্ফের মতো খেলার সঙ্গে যুক্ত খেলোয়াড়রা এই পদের জন্য আবেদন করতে পারবেন। সপ্তম পে কমিশন অনুসারে নির্বাচিত কর্মীদের বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ২ এবং ৩): 

নন-টেকনিকাল পোস্টের জন্য আবেদনকারীকে যে কোনও সরকার অনুমোদিত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। টেকনিকাল পোস্টের জন্য ITI পাশ-সহ যে কোনও সরকার অনুমোদিত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। যাঁরা দশম শ্রেণি পাশ করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের টেকনিশিয়ান ক্যাটেগরির জন্য বিবেচনা করা হবে। সংশ্লিষ্ট শাখায় ITI পাশ না করলে নির্বাচিত প্রার্থীদের তিন বছরের প্রশিক্ষণ নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ৪ এবং ৫):

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আবেদনকারীকে স্নাতক হতে হবে। পদার্থবিজ্ঞানে বি.এসসি (অনার্স) প্রথম বর্ষে পাঠরত বা বিজ্ঞান (পদার্থবিজ্ঞান এবং অঙ্ক) নিয়ে দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। স্টেনোগ্রাফির জন্য দ্বাদশ শ্রেণি পাশ হওয়া জরুরি।

শিক্ষাগত যোগ্যতা (লেভেল ৫):

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে।

আবেদনকারী বয়সসীমা:

 আবেদনকারীদের ২০২১ সালের ১ জুলাই অনুযায়ী, ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের ফি: 

আবেদন ফি বাবদ ৫০০ টাকা দিতে হবে। তফসিলি জাতি-উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি আর মহিলা প্রার্থীদের আবেদনের ফি ২৫০ টাকা।

আবেদনের পদ্ধতি: 

• প্রথমে দক্ষিণ-পূর্ব-মধ্য রেল (SECR)-এর অফিসিয়াল ওয়েবসাইট secr.indianrailways.gov.in-এ গিয়ে 'Recruitment'-এ ক্লিক করুন।

• এর পর 'RRC Bilaspur' বেছে নিয়ে 'Sports Quota (2020-21)'-এ ক্লিক করুন।

• তারপর নির্দেশ মেনে আবেদন করুন।

আবেদনের শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি, ২০২১।

বন্ধ করুন