বাংলা নিউজ > কর্মখালি > Railways jobs: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে নিয়োগ, আবেদনের শেষদিন ২৯ জানুয়ারি

Railways jobs: শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে নিয়োগ, আবেদনের শেষদিন ২৯ জানুয়ারি

শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে রেলে নিয়োগ, আবেদনের শেষদিন ২৯ জানুয়ারি। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

জেনে নিন সবিস্তারে।

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে (SECR Recruitment)। চুক্তিভিত্তিক চিকিৎসক পদে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদনপত্র চাওয়া হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২৯ জানুয়ারি।

শূন্যপদ:

CMP/GDMO: ১০

স্পেশালিষ্ট : ৫

শিক্ষাগত যোগ্যতা:

CMP/GDMO: মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত যে কোনও প্রতিষ্ঠান থেকে MBBS পাশ করতে হবে।

স্পেশালিস্ট: MD অ্যানাস্থেশিয়া, MD মেডিসিন, চেস্ট ফিজিশিয়ান, ক্রিটিকাল কেয়ার স্পেশালিস্ট, প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট।

বয়সসীমা:

২০২১ সালের ২৯ জানুয়ারি অনুসারে বয়স হতে হবে ৫৩ বছরের মধ্যে।

বেতনক্রম:

CMP/GDMO: প্রতি মাসে ৭৫,০০০ টাকা

স্পেশালিস্ট : প্রতি মাসে ৯৫,০০০ টাকা

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট বয়ানে ২৯ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। নির্দিষ্ট বয়ানে লেখা আবেদনপত্র এবং সমস্ত নথির স্ক্যান কপি নির্দিষ্ট সময়ের মধ্যে spohrd.secr@gmail.com-এ পাঠিয়ে দিতে হবে। দৈনিক ভিত্তিতে ইন্টারভিউ হবে এবং দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

বন্ধ করুন