'আইটি ফ্লেক্সি স্টাফিং সেক্টরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হ্রাস পেয়েছে। আইটি নিয়োগে বর্তমানে বিশ্বব্যাপী মন্দা চলছে। এটি তারই প্রতিফলন,' জানালেন ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া। সারা দেশে ১২০টিরও বেশি নিয়োগ সংস্থার প্রতিনিধি এই সংস্থা।
1/6গত এক অর্থবর্ষে তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৬০ হাজার আউটসোর্সড চুক্তিভিত্তিক কর্মী চাকরি হারিয়েছেন। ঠিকা সংস্থার মাধ্যমে নিযুক্ত ফ্লেক্সি কর্মীদের চাকরি এক বছরের আগের তুলনায় ৭.৭% হ্রাস পেয়েছে। মঙ্গলবার এক প্রথম সারির নিয়োগ সংস্থার রিপোর্টে এমনটাই উঠে এসেছে। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
2/6'আইটি ফ্লেক্সি স্টাফিং সেক্টরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হ্রাস পেয়েছে। আইটি নিয়োগে বর্তমানে বিশ্বব্যাপী মন্দা চলছে। এটি তারই প্রতিফলন,' জানালেন ইন্ডিয়ান স্টাফিং ফেডারেশনের সভাপতি লোহিত ভাটিয়া। সারা দেশে ১২০টিরও বেশি নিয়োগ সংস্থার প্রতিনিধি এই সংস্থা। ফাইল ছবি: পিক্সাবে (Pixabay)
3/6তবে, উত্পাদন, লজিস্টিক এবং রিটেল খাতে নিয়োগের হার আগের মতোই বজায় ছিল। দেশের অভ্যন্তরে ক্রেতাদের চাহিদার কারণে এই খাতগুলি এখনও টিকে রয়েছে। আইটি-তেও চাকরির অভাব নেই। তবে করোনা পরিস্থিতির সময়ে যে হারে আইটি বুম হয়েছিল, সেই বাজার এখন আর নেই। প্রতীকী ছবি: আইস্টক (Pixabay)
4/6১৯৪ বিলিয়ন মার্কিন ডলারের আইটি সেক্টর। অনলাইন কেনাকাটা এবং রিমোট কাজের কারণে মহামারীর সময়ে আইটির ব্যবসা বিপুল হারে বেড়েছিল। তবে ধীরে ধীরে কর্মীরা অফিসে ফিরেছেন। আগের মতো ঢালাও বিনিয়োগের জায়গাটিও আর নেই। সেই কারণে আইটি সেক্টর কিছুটা মন্দার সম্মুখীন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপের ক্লায়েন্টদের উপরেও প্রভাব পড়েছে। ফাইল ছবি: টুইটার (Pixabay)
5/6গত সপ্তাহে জেপি মরগানের বিশ্লেষকদের এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, সাপ্লাই চেনে সমস্যা এবং ইউক্রেন যুদ্ধে কারণে মহামারী চলাকালীন ভারতের আইটি পরিষেবায় যে গতি এসেছিল তা ধীরে ধীরে স্তিমিত হয়ে গিয়েছে। ফাইল ছবি: পিটিআই (Pixabay)
6/6মুম্বইয়ের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির(CMIE) রিপোর্ট অনুসারে, এপ্রিলে দেশের বেকারত্বের হার টানা চতুর্থ মাস ধরে বৃদ্ধি পেয়ে ৮.১১%-এ দাঁড়িয়েছে। এটি আগের মাসে ৭.৮% ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ) (Pixabay)