আজ বিকেল চারটে থেকে শুরু হবে নিটের অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া।চলবে ৩১ ডিসেম্বর রাতে ১১টা ৫০ মিনিট পর্যন্ত। ইচ্ছুক প্রার্থীরা নিটের অফিসিযাল ওয়েবসাইটে (https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx) গিয়ে আবেদন জানাতে পারবেন। পরীক্ষা হবে আগামী বছর ৩ মে।
ইংরেজি সহ ১০টি আঞ্চলিক ভাষায় নিট পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকে (১০+২) ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ও ইংরেজি থাকলে তবেই নিট পরীক্ষায় বসা যাবে। যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছে বা কলেজের দ্বিতীয় বর্ষে রয়েছে, তাঁরাও আবেদন জানাতে পারবেন। পরীক্ষায় বসার ন্যূনতম বয়স ১৭। ২৫ বছর পর্যন্ত প্রবেশিকায় বসার সুযোগ পাবেন প্রার্থীরা। তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি-এনসিএল ও বিশেষভাবে সক্ষম প্রার্থীরা ক্ষেত্রে বয়সের সর্বোচ্চ সীমায় পাঁচ বছর ছাড় পাবেন।
গুরুত্বপূর্ণ দিন :
পরীক্ষার দিন : ৩ মে, ২০২০।
ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ইউপিআই : ২ ডিসেম্বর, ২০১৯ থেকে ১ জানুয়ারি, ২০২০।
অ্যাপ্লিকেশন ফর্মে ভুল সংশোধন : জানুয়ারি ১৫-৩১, ২০২০।
অ্যাডমিট কার্ড : মার্চ ২৭, ২০২০।
ফল ঘোষণা : জুন ৪, ২০২০।
এদিকে, জয়েন্টের মতো নিটও কম্পিউটারে করার প্রস্তাব গত বছরই খারিজ করে দিয়েছিল কেন্দ্র। তাদের যুক্তি ছিল, কম্পিউটারের পরীক্ষা হলে প্রত্যক্ষ এলাকার প্রার্থীরা সমস্যায় পড়বেন। যদিও ন্যাশানাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত কম্পিউটার-বেসড কোনও পরীক্ষার আগে পরীক্ষার্থীদের জন্য বিশেষ কেন্দ্র খোলা যায়, যাতে তারা কম্পিউটারের সঙ্গে সড়গড় হতে পারে। এক এনটিএ আধিকারিক পিটিআইকে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অনুরোধে ওএমআর শিটেই এবার নিট পরীক্ষা হবে।