আইপিও-র মাধ্যমে বাজার স্টাইল রিটেলে নিজের অংশীদারিত্ব বিক্রি করে প্রায় ১০৬ কোটি টাকা আয় করতে পারেন রেখা ঝুনঝুনওয়ালা। ৩০ অগস্ট সাধারণ মানুষের জন্য বাজার স্টাইল রিটেলের আইপিও সাবস্ক্রিপশন উন্মুক্ত করা হবে। কোম্পানিটির আইপিও ৩ সেপ্টেম্বর বন্ধ হবে। জানা গিয়েছে, প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার বাজার স্টাইল রিটেইল লিমিটেড তার ৮৩৫ কোটি টাকার আইপিওর জন্য শেয়ার প্রতি ৩৭০-৩৮৯ টাকা মূল্য নির্ধারণ করেছে।
আরও পড়ুন: (রাজ্য শুধু দিয়েছিল প্রস্তাব, মহিলাদের সন্ধ্যা হলেই বাড়ি যেতে বলল কলকাতার কেন্দ্রীয় সরকারি সংস্থা)
আইপিও কী
একটি প্রাইভেট কোম্পানি যে নিয়মে সর্বপ্রথম একটি পাবলিক কোম্পানি হওয়ার জন্য জনগণের কাছে তার শেয়ার বিক্রি করে, সেই প্রক্রিয়াকেই বলে আইপিও। এটি কোম্পানিকে অর্থ সংগ্রহ করতে, প্রসারিত করতে এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে সাহায্য করে। কোম্পানিগুলি সাধারণত তখনই আইপিও বেছে নেয়, যখন তারা মনে করে যে মানুষ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী এবং এই শেয়ার কিনে তারাও মুনাফা করতে চায়।
আরও পড়ুন: (Unemployment Horror: দেশের এই ৫ বড় কোম্পানির ৫২ হাজার কর্মী ছাঁটাই, কারণ কী)
আয়ের অঙ্ক
রেখা ঝুনঝুনওয়ালা, ৬,৪৪৬,২৪০টি শেয়ারের মালিক। আইপিওতে ২,৭২৩,১২০টি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছেন তিনি৷ যদি সেগুলিকে সর্বোচ্চ ৩৮৯ টাকায় বিক্রি করেন, তাহলে ১০৫.৯২ কোটি টাকা উপার্জন করতে পারেন রেখা। এরই পাশাপাশি ইনটেনসিভ সফ্টশেয়ার, ২,২৪০,৬৮০টি শেয়ার বিক্রি করতে চলেছ।
তা থেকে প্রায় ৮৭.১৬ কোটি টাকা আয় হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, রেখা ঝুনঝুনওয়ালার পাশাপাশি মধু সুরানা, সবিতা আগরওয়াল, সুব্রতো ট্রেডিং অ্যান্ড ফাইন্যান্স, রেখা কেদিয়া, এবং প্রোমোটার গ্রুপ থেকে শকুন্তলা দেবী আইপিওর মাধ্যমে নিবন্ধ কোম্পানিতে তাঁদের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছেন বলে জানা গিয়েছে।
বিনিয়োগকারীরা ৩৬ শতাংশ লাভ করতে পারেন
Investorgain.com এর মতে, বাজার স্টাইল রিটেইল আইপিও গ্রে মার্কেটে ১৪১ টাকা প্রিমিয়ামে পাবেন। সেই অনুযায়ী দেখতে গেলে, কোম্পানির ৩৮৯ টাকার প্রাইস ব্যান্ডের বিপরীতে এই শেয়ারটি ৫৩০ টাকায় তালিকাভুক্ত হতে পারে। তার মানে বিনিয়োগকারীরা প্রথম দিনেই ৩৬ শতাংশ লাভ করতে পারেন।
আরও পড়ুন: (কত টাকা আয় করেন LIC এজেন্টরা? কাজ শুরুর জন্য আবেদন করবেন কীভাবে)
প্রসঙ্গত, বাজার স্টাইল রিটেইল আইপিও থেকে সংগ্রহ করা অর্থ কোম্পানির কিছু ঋণ পরিশোধ করতে এবং সাধারণ ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার করা হবে। লিঙ্ক ইনটাইম ইন্ডিয়া আইপিওর রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরিচালনা করছে। অ্যাক্সিস ক্যাপিটাল, ইনটেনসিভ ফিসকাল সার্ভিসেস এবং জেএম ফাইন্যান্সিয়াল লিড ম্যানেজার হিসেবে পাবলিক অফার তত্ত্বাবধান করছে। আগামী ৩ সেপ্টেম্বর আইপিও বন্ধ হওয়ার কথা রয়েছে।