মাদ্রাসা সার্ভিস কমিশন পরিচালিত শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে।নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ফলাফল দেখা যাবে। চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে এই ফলাফল দেখে নিতে পারেন।
এদিকে টেট ও নবম-দশম ও একাদশ, দ্বাদশ সব মিলিয়ে ১ হাজার ৭২৯জন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। সেই মতো গত ২৮শে জানুয়ারি আরবি বিষয়ে টেট পরীক্ষায় হয়েছিল। এরপর ৩রা মার্চ নবম-দশম ও একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
কমিশনের নোটিশে উল্লেখ করা হয়েছে, 7th SLST( AT)-TET Arabic প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ও 7th SLST( AT-মেইন এক্সাম, নবম ও দশম ,একাদশ ও দ্বাদশের ফলাফল কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। সেই নির্দেশ অনুসারে ২১শে ডিসেম্বর সেই ফলাফল সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।
এই লিঙ্কের মাধ্যমে সরাসরি ফলাফল দেখতে পারবেন। কারা মূল ইন্টারভিউতে ডাক পাচ্ছেন তার তালিকাও প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট রোল নম্বরটা মিলিয়ে দেখে নিতে পারেন। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে বাঁদিকে একাধিক নোটিশের লিঙ্ক দেওয়া রয়েছে। তার মধ্য়ে ২১শে ডিসেম্বর ২০২৪এর নীচে নির্দিষ্ট কয়েকটি লিঙ্ক রয়েছে।সেখানে ক্লিক করলেই জানতে পারবেন আপনি ইন্টারভিউতে ডাক পেয়েছেন কি না।
আলাদা আলাদা করে ওই নির্দিষ্ট ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে। যেমন Candidates Called for interview in 7th SLST( AT) for classes XI-XII সেখানে ক্লিক করলেই আপনি দেখে নিতে পারবেন রেজাল্ট। সেই মতো আপনি যে ক্লাসের শিক্ষক পদের জন্য আবেদন করেছিলেন সেটা দেখে নিতে পারবেন নির্দিষ্ট লিঙ্কে গিয়ে।