1/4 রেলে আরপিএফ-এ সাব ইনসপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ ২০২৪ সালে প্রায় ৪ হাজারের বেশি পদে নিয়োগ হবে। ১৪ এপ্রিল এর নোটিফিকেশন বেরিয়েছে। দেখে নিন পদে নিয়োগের যোগ্যতা, গুরুত্বপূর্ণ তারিখ ও কোন লিঙ্কে গিয়ে নাম নথিভূক্ত করবেন, তার লিঙ্ক। (প্রতীকী ছবি)
2/4 কবে থেকে আবেদন করা যাবে- রেলের আরপিএফ এ ৪৫২ জন সাব ইন্সপেক্টর, ৪২০৮ জন কনস্টেবল নিয়োগ করা হবে। মোট ৪৬৬০ শূন্যপদ পূরণ করা হবে. পদে আবেদনের জন্য ১৫ এপ্রিল ২০২৪ থেকে নাম নথিভূক্ত করতে পারেন আগ্রহী প্রার্থীরা। দেখে নিন এই পদে নিয়োগের জন্য কোন কোন যোগ্যতা লাগবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
3/4 শিক্ষাগত যোগ্যতা-সাব ইনসপেক্টর পদে নিয়োগের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছর। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রয়োজন ইউজিসি অনুমোদিত যেকোনও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। আর কনস্টেবল পদে নিয়োগের বয়সীমার যোগ্যতা ১৮ থেকে ২৮ বছর। শিক্ষাগত যোগ্যতা হল দশম শ্রেণি বা তার সমকক্ষ কোনও পরীক্ষা পাশ করতে হবে প্রার্থীকে। যে বোর্ড থেকে পাশ করবেন, তা যেন ভারত সরকারের দ্বারা অনুমোদিত হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সন্তোষ কুমার/হিন্দুস্তান টাইমস)
4/4 কোন কোন ধাপে হবে পরীক্ষা- এই নিয়োগের জন্য বেশ কিছু ধাপ রয়েছে। প্রথমটি হল সিবিটি, অনলাইন কম্পিউটার বেসড টেস্ট। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে শর্টলিস্ট করা হবে প্রার্থীদের। সেটি হবে ক্যাটেগোরি নির্ভর। যাঁদের নাম চূড়ান্ত হবে ওই পর্যায়ে তাঁদের শারীরিক পরীক্ষা হবে। এগুলিতে থাকবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন টেস্ট। উল্লেখ্য, শারীরিক পরীক্ষা থেকে ছাড় পাবেন প্রাক্তন সার্ভিসম্যানরা।