বাংলা নিউজ > কর্মখালি > RRB NTPC Answer Key 2021: প্রথম স্টেজ CBT-র প্রশ্নপত্রের 'কি' প্রকাশ,দেখুন এখানে

RRB NTPC Answer Key 2021: প্রথম স্টেজ CBT-র প্রশ্নপত্রের 'কি' প্রকাশ,দেখুন এখানে

প্রকাশিত হল আরআরবি পরীক্ষার জবাবের ‘কি’ (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট)

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সোমবার প্রকাশ করা হল কম্পিউটার বেসড টেস্ট-১-এর প্রশ্নপত্রের জবাব।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফে সোমবার প্রকাশ করা হল কম্পিউটার বেসড টেস্ট-১-এর প্রশ্নপত্রের জবাব এবং পরীক্ষার্থীদের প্রশ্নের জবাব। এর আগে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডারগ্র্যাজুয়েট বিভিন্ন পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল ২০২০ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মাঝে। যে পরীক্ষার্থীরা এই সময়ে আবেদন জানিয়েছেন এবং পরীক্ষ দিয়েছেন, তারা এই পরীক্ষার প্রশ্নপত্রের জবাব দেখতে পারবেন এই ওয়েবসাইটে - rrbcdg.gov.in (এখানে ক্লিক করুন)

পরীক্ষার্থীরা এখন প্রশ্নের জবাব দেখার পাশাপাশি কোনও জবাব নিয়ে আপত্তি থাকলে তা নিয়ে আবেদন জানাতে পারবেন। ১৮ অগস্ট রাত ৮টা থেকে ২৩ অগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আপত্তি জানিয়ে আবেদন করা যাবে। সেই সময়কালের মধ্যে ফি ও জমা দেওয়া যাবে পোর্টালের মাধ্যমে। প্রতি প্রশ্নের জবাবের আপত্তির প্রেক্ষিতে ৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। এদিকে একবার কোনও প্রশ্নের জবাব নিয়ে আপত্তি জানিয়ে আবেদন করলে পরে আর সেই বিষয়ে কোনও কথা বা বলা যাবে না কর্তৃপক্ষের তরফে।

উল্লেখ্য, আরআরবি এনটিপিসির এই পরীক্ষার মাধ্যমে পূরণ করা হবে ৩৫ হাজার ২০৮টি শূন্য পদ। এই নিয়োগ প্রক্রিয়ার বিশদ বিবরণ রয়েছে সরকারি ওয়েবসাইটে - rrbcdg.gov.in।

বন্ধ করুন
Live Score