বাংলা নিউজ > কর্মখালি > RRB NTPC Exam 2021 Results: ৩৫,০০০ শূন্যপদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ?

RRB NTPC Exam 2021 Results: ৩৫,০০০ শূন্যপদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ?

ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই (PTI)

RRB-র বিভিন্ন জোন/রেলওয়ে বিভাগে NTPC-র অধীনে মোট ৩৫,২৮১টি পদ পূরণ করা হবে।

শীঘ্রই নন পপুলার ক্যাটাগরি (NTPC) কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBT-1) ফলাফল প্রকাশ করতে পারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)। ফলাফল RRB-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এমনটাই জল্পনা তৈরি হয়েছে একটি মহলে। যদিও রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।

ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, টাইম কিপার, ট্রেন ক্লার্ক, টিকিট ক্লার্ক ইত্যাদি পদে নিয়োগের জন্য RRB NTPC পরীক্ষা হয়েছিল। RRB-র বিভিন্ন জোন/রেলওয়ে বিভাগে NTPC-র অধীনে মোট ৩৫,২৮১টি পদ পূরণ করা হবে। RRB NTPC CBT-1 পরীক্ষা গত বছরের ২৮ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সাতটি ধাপে হয়েছিল।

RRB চণ্ডীগড় জোনের প্রার্থীরা ফলাফল সম্পর্কিত আপডেট পেতে ওয়েবসাইট www.rrbcdg.gov.in-এ নজর রাখতে পারেন। এইভাবে বিভিন্ন জোনের প্রার্থীরা তাঁদের RRB-র ওয়েবসাইট দেখতে পারেন। RRB NTPC CBT-1 পরীক্ষার 'অ্যানসার কি' ১৬ অগস্ট হয়েছিল। মনে করা হচ্ছে যে এনটিপিসির ফলাফলও যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশিত হবে। এই পরীক্ষায় সফল প্রার্থীরা দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা CBT-2-তে বসার সুযোগ পাবেন।

বন্ধ করুন