বাংলা নিউজ > কর্মখালি > RRB NTPC CBT 2 Exam 2022: চাকরির সুযোগ পাচ্ছেন বাড়তি ২.৫ লাখ প্রার্থী, RRB NTPC নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

RRB NTPC CBT 2 Exam 2022: চাকরির সুযোগ পাচ্ছেন বাড়তি ২.৫ লাখ প্রার্থী, RRB NTPC নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

দ্বিতীয় দফার পরীক্ষার জন্য মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নেওয়া হবে। (ছবিটি প্রতীকী)

দ্বিতীয় দফার পরীক্ষার জন্য মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নেওয়া হবে।

নেহা ত্রিপাঠী

রেলে চাকরির সুযোগ পেতে চলেছেন আরও ২.৫ লাখ প্রার্থী। কারণ গার্ড, ক্লার্ক, স্টেশন মাস্টারের মতো পদে নিয়োগের জন্য নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরি (এনটিপিসি) পরীক্ষার দ্বিতীয় পর্যায়ে প্রার্থীর সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় রেল। এমনই জানালেন বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা।

গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়। তারপরই রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে ওঠে বিহার এবং উত্তরপ্রদেশ। জ্বালিয়ে দেওয়া হয় ট্রেনের বগি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। বিক্ষোভের মুখে এনটিপিসি এবং লেভেল ওয়ান পরীক্ষা স্থগিত করে দেয় রেল। তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় তিন লাখ পরামর্শ জমা পড়েছে।

চাকরিপ্রার্থীদের দাবি ছিল, যাঁরা একাধিক ক্যাটেগরিতে আবেদন করেছেন এবং সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য যেন একটি ক্যাটেগরির জন্য বিবেচনা করে রেল। সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক প্রার্থী রেলে চাকরির সুযোগ পাবেন। সেইসঙ্গে চাকরিপ্রার্থীরা দাবি করেন, যত সংখ্যক শূন্যপদ আছে, তার ২০ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে। কিন্তু সেই আশ্বাস পূরণ করা হয়নি। যেখানে শূন্যপদের সংখ্যা ৩৫,০০০-র বেশি, সেখানে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৩৬৮,০০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। 

নাম গোপন রাখার শর্তে রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘আমরা তাঁদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি। দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় প্রায় সাত লাখ প্রার্থী বসতে পারেন।’ সঙ্গে তিনি বলেন, ‘মোট শূন্যপদের ২০ গুণ প্রার্থীকে বেছে নিয়ে ফলাফল প্রকাশের বিষয়ে একমত হয়েছে রেল। চলতি মাসেই সেই ফলাফল প্রকাশ করা হবে।’

কর্মখালি খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.