বাংলা নিউজ > কর্মখালি > RRB NTPC CBT 2 Exam Dates: কবে হবে রেলের নিয়োগের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা?

RRB NTPC CBT 2 Exam Dates: কবে হবে রেলের নিয়োগের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা?

মে'তে হবে রেলের এনটিপিসি ক্যাটেগরির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Southern Railway)

কারা কারা সুযোগ পাবেন?

আগামী মাসেই প্রকাশিত হবে প্রথম পর্যায়ের পরীক্ষার বাড়তি প্রার্থীদের নাম। তারপর মে'তে হবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) নন-টেকনিকাল পপুলার ক্যাটেগরির (এনটিপিসি) দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। সেইসময় শুধুমাত্র পে লেভেল ৬-র পরীক্ষা হবে। পরবর্তীতে বাকি পে লেভেলের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে।

বৃহস্পতিবার রেলওয়ে বোর্ডের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আগামী মে'তে (এনটিপিসি) পে লেভেল ৬-এর কম্পিউটার বেসড টেস্টের (সিবিটি) দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে। উপযুক্ত সময় প্রদান করে নেওয়া হবে অন্যান্য পে লেভেলের দ্বিতীয় পর্যায়ের সিবিটি।' সেটা কতদিন চলবে, তা অবশ্য স্পষ্টভাবে জানানো হয়নি। 

কারা কারা এনটিপিসি দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা (RRB NTPC CBT 2 Exam 2022) দিতে পারবেন?

১) পে লেভেল (বেতনক্রম) অনুযায়ী যতগুলি শূন্যপদে নিয়োগ করা হবে, তার ২০ গুণ প্রার্থীকে এনটিপিসির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য বেছে নেওয়া হবে।

২) ইতিমধ্যে যে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন, তাঁরা এনটিপিসির দ্বিতীয় পর্যায়ের পরীক্ষায় বসতে পারবেন।

৩) যে বাড়তি প্রার্থীদের নির্বাচন করা হবে, পে লেভেল (বেতনক্রম) অনুযায়ী তাঁদের তালিকা প্রকাশ করা হবে। সেই তালিকা প্রকাশিত হবে এপ্রিলে।

কেন বাড়তি প্রার্থীদের তালিকা প্রকাশ করা হচ্ছে?

গত ১৫ জানুয়ারি রেলের এনটিপিসি পরীক্ষার প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছিল। তারপরই রেলের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল বিহার এবং উত্তরপ্রদেশ। জ্বালিয়ে দেওয়া হয়েছিল ট্রেনের বগি। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল পাথর। বিক্ষোভের মুখে এনটিপিসি এবং লেভেল ওয়ান পরীক্ষা স্থগিত করে দিয়েছিল রেল। তারইমধ্যে প্রার্থীদের দাবি বিবেচনা করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল। রেলের এক আধিকারিক জানিয়েছেন, প্রায় তিন লাখ পরামর্শ জমা পড়েছে।

চাকরিপ্রার্থীদের দাবি ছিল, যাঁরা একাধিক ক্যাটেগরিতে আবেদন করেছেন এবং সুযোগ পেয়েছেন, তাঁদের জন্য যেন একটি ক্যাটেগরির জন্য বিবেচনা করে রেল। সেক্ষেত্রে আরও বেশি সংখ্যক প্রার্থী রেলে চাকরির সুযোগ পাবেন। সেইসঙ্গে চাকরিপ্রার্থীরা দাবি করেন, যত সংখ্যক শূন্যপদ আছে, তার ২০ গুণ প্রার্থীকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হবে। কিন্তু সেই আশ্বাস পূরণ করা হয়নি। যেখানে শূন্যপদের সংখ্যা ৩৫,০০০-র বেশি, সেখানে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৩৬৮,০০০ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। দিনকয়েক আগেই নাম গোপন রাখার শর্তে রেল মন্ত্রকের এক আধিকারিক বলেছিলেন, ‘আমরা তাঁদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি।

কর্মখালি খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.