বাংলা নিউজ > কর্মখালি > RRB NTPC পরীক্ষা: প্রার্থীদের জন্য বিশেষ নোটিশ, জেনে নিন বিশদে

RRB NTPC পরীক্ষা: প্রার্থীদের জন্য বিশেষ নোটিশ, জেনে নিন বিশদে

ফাইল ছবি : পিটিআই (PTI)

গত ২৮ ডিসেম্বর, ২০২০ থেকে গত ৩১ জুলাই, ২০২১-এর মধ্যে যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছেন, কেবল তাঁরাই টাকা রিফান্ডের আবেদন করতে পারবেন।

সম্প্রতি RRB NTPC পরীক্ষার শেষ হয়েছে। প্রথম পর্যায়ের প্রার্থীদের পরীক্ষার ফি রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস আপডেট করার বিষয়ে নোটিশ প্রকাশিত হল। গত ২৮ ডিসেম্বর, ২০২০ থেকে গত ৩১ জুলাই, ২০২১-এর মধ্যে যাঁরা পরীক্ষায় অংশ নিয়েছেন, কেবল তাঁরাই টাকা রিফান্ডের আবেদন করতে পারবেন।

আরআরবি এনটিপিসি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছিল ২০১৯ সালে। 'যাচাই করার সময়ে দেখা গিয়েছে যে একই অ্যাকাউন্ট থেকে অনেক প্রার্থী টাকা জমা করেছেন,' জানিয়েছে আরআরবি।

আবার অনেকক্ষেত্রে ব্যাঙ্ক সংযুক্তিকরণের সমেয় আইএফএসসি কোড বদলে গিয়েছে। ফলে তাঁদের ক্ষেত্রেও ব্যাঙ্ক ডিটেলস আপডেট করা প্রয়োজন। সেই কারণে সকলকেই একবারে ডেটা আপডেট করার বিষয়ে জানানো হয়েছে।

কবে থেকে আপডেট করা যাবে?

আরআরবি-র নোটিশ অনুযায়ী, আগামী ১১ অগস্ট থেকে ৩১ অগস্ট পর্যন্ত মোট ২০ দিন সময় দেওয়া হবে প্রার্থীদের। এর মধ্যেই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস আপডেট করতে হবে।

একটা অ্যাকাউন্ট পিছু একজন প্রার্থীরই রিফান্ড হবে। তাই একজনের অ্যাকাউন্টে সকলে মিলে রিফান্ড নেওয়া যাবে না।

বন্ধ করুন